November 21, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা সর্বশেষ

অনেক কিছু বলার আছে, কিন্তু এটা ঠিক সময় না কথা বলার: রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ সংবাদ সম্মেলনে এসেছেন, একদমই নির্লিপ্ত হয়ে। শুরুর দুয়েকটা প্রশ্নে কথাও বলছিলেন টুকটাক। কিন্তু সময়ের সঙ্গে কথা বললেন। পুরো সময়টাতেই তিনি থাকলেন নির্ভার হয়ে। দলের হারের বিষাদ থাকলেও দিনটা যে তার জেতার।

গত মার্চে বাদ পড়েছিলেন তিনি। এরপর ‍লড়াই করে ফিরে এসেছেন। বিশ্বকাপের আগের দুটি ম্যাচ ভালো করার পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেখা পেয়েছেন সেঞ্চুরির। এরপর বাদ পড়ার সময় নিয়ে জানতে চাওয়া হয় রিয়াদের কাছে।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। ওটা ভালো সময় আমার মনে হয়। যদিও আমি অনেক কিছু নিয়ে কথা বলতে চাই। কিন্তু এটা কথা বলার জন্য ঠিক সময় নয়। যেটা আমি বলতে পারি, দলের জন্য খেলতে চেয়েছি। দলের জন্য অবদান রাখতে পেরেছি। যদি দলের জয়ের জন্য করতে পারি, তাহলে আরও ভালো লাগবে। ’

বাদ পড়ার সময়টাতে চলার শক্তি কোথায় পেলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না। হয়তো আল্লাহ আমাকে চালিয়ে যাওয়ার শক্তিটা দিয়েছেন। চেষ্টা করেছি ফিটনেস ঠিক রাখতে, কষ্ট করতে। এর বাইরে তো আমার আর করার কিছু নেই। ’

গত মার্চে ইংল্যান্ড সিরিজের পর দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ। তখন বলা হয়েছিল, বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। এরপরও লম্বা সময় দলে সুযোগ পাননি তিনি। বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরেন তিনি।

এরপর সুযোগ পান বিশ্বকাপে। এখন অবধি এখানে তিন ম্যাচে ব্যাট করেছেন রিয়াদ। ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ রানে অপরাজিত থাকেন। পরে ভারতের বিপক্ষে ৩৬ বলে ৪৬ রানের ইনিংসে দলকে আড়াইশ ছাড়ানো সংগ্রহ এনে দেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮৩ রান তাড়া করতে নেমে অনেকটা একার লড়াইয়ে ১১১ বলে ১১১ রান করেন তিনি।

এরপর নির্বাচকদের দেওয়া বিশ্রাম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্রামটা মনে হয় একটু বেশিই হয়ে গেছিল। এটা আমার হাতে নেই। এটা তাদের (নির্বাচকদের) সিদ্ধান্ত। আমার কাজটা আমি যদি সততা দিয়ে করতে পারি, এটাই আমার কাজ। আমি এটাই করতে চাই। ’

সম্পর্কিত খবর

৬১ আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদন বিবেচনায় নেবে ইসি

gmtnews

আইকেমই ২০২৩ গ্লোবাল অ্যাওয়ার্ড: বাংলাদেশের বিজ্ঞানী মাজহারুলের কৃতিত্ব

Hamid Ramim

তিউনিসিয়ায় প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট সাইদ

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত