অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা বিনোদন বিশ্ব সর্বশেষ

আফ্রিদির বোলিং গতি নিয়ে সবার যে দুশ্চিন্তা

কী হলো শাহিন শাহ আফ্রিদির? যাঁকে ঘিরেই আবর্তিত হয় পাকিস্তানের বোলিং আক্রমণ, সেই আফ্রিদিই বিশ্বকাপের প্রথম ২ ম্যাচে নিষ্প্রভ। বল করছেন ঘণ্টায় মাত্র ৮০-৮১ মাইল গতিতে।

আফ্রিদির ২ ম্যাচ খারাপ যেতেই পারে। তবে বল হাতে তিনি যে গতির ঝড় তুলতে পারছেন না, সেটা নিয়ে উদ্বিগ্ন ক্রিকেট বিশ্লেষকেরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা থেকে শুরু করে শোয়েব মালিক, ওয়াকার ইউনিস—সবাই আফ্রিদির ফর্ম নিয়ে প্রশ্ন তুলছেন।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ২ ম্যাচে ২ উইকেট নিয়েছেন আফ্রিদি। তুলনামূলক সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেওয়া আফ্রিদি শ্রীলঙ্কার বিপক্ষে ৯ ওভারে খরচ করেছেন ৬৬ রান। শ্রীলঙ্কা ম্যাচের সময় ধারাভাষ্যকক্ষে আফ্রিদির বোলিং নিয়ে রমিজ বলেছিলেন, ‘শাহিনের (আফ্রিদি) আঙুলে চোট আছে, সে ব্যথা নিয়েই বোলিং করছে।’

পাকিস্তানের এক টেলিভিশন অনুষ্ঠানে আফ্রিদিকে নিয়ে কথা বলেছেন মালিক। আফ্রিদির বলের গতি কমে আসা পাকিস্তানের ক্রিকেটের জন্য ভালো কিছু নয় বলে মন্তব্য করেছেন এ অলরাউন্ডার, ‘এটা পাকিস্তানের জন্য অনেক বড় দুশ্চিন্তার জায়গা, যেহেতু বড় দলগুলোর বিপক্ষে নতুন বলে শাহিনের উইকেট নেওয়া আমাদের অনেক এগিয়ে দেয়। ওর ফিজিওর সঙ্গে বসা উচিত, কেন শাহিন ওর গড় গতিতেও বল করছে না, তা নিয়ে কাজ করা উচিত। জানি, শাহিন চোট থেকে ফিরেছে, কিন্তু ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারছে না। যেখানে আগে প্রথম বলটাই করত ১৪৫ কিলোমিটার গতিতে।’

পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনিস মনে করেন, নিজের সমস্যা নিয়ে বোলিং কোচ মরনে মর্কেলের সঙ্গে বসবেন আফ্রিদি। এই পেসারকে নিয়ে স্টার স্পোর্টসে তিনি বলেছেন, ‘পাকিস্তান তখনই সফলতা পেয়েছে, যখন শুরুর দিকে শাহিন উইকেট নিতে পেরেছে। ও অনেকবার করে দেখিয়েছে, সামর্থ্য আছে। তবে এ মুহূর্তে ওকে অনেক বেশি ভুগতে হচ্ছে। প্যাডে বোলিং করা, আউটসাইড স্ট্যাম্পে বোলিং করা, ওভার দ্য উইকেট, রাউন্ড দ্য উইকেট—কোনো কিছুই ওর কাজে আসছে না। আমি নিশ্চিত, মরনে মর্কেলের সঙ্গে ও এ বিষয় নিয়ে বসবে।’

 

সম্পর্কিত খবর

পাকিস্তানে আফগান অভিবাসীদের পুনরায় পাঠানো শুরু হয়েছে

Hamid Ramim

জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যু বার্ষিকী পালিত

gmtnews

ব্রাজিলকে রুখে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর

News Editor

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত