পহেলা বৈশাখ-এ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী।তিনি বলেন করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলেও শঙ্কিত না হতে।তিনি আরও বলেন দেশ এর সকল মানুষ-কে টিকার আওতায় আনা হবে। ভাষণে প্রধানমন্ত্রী বলেন-“মানুষের জীবন রক্ষার পাশাপাশি অরথনিতি,জীবন জীবিকা যাতে সম্পূর্ণ রুপে ভেঙ্গে না পরে সেদিকে আমরা কঠোর দৃষ্টি রাখছি “উল্লেখ্য যে, করোনা ভাইরাস দমনে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার।
							next post
						
						
					সম্পর্কিত খবর
- মন্তব্য
 - ফেসবুক কমেন্টস
 
