29 C
Dhaka
May 26, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন।

উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। ’

শনিবার (২৪ মে) রাজধানীর আগারগাঁও এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা বলেন।  প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সভায় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা অংশ নেন।

কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও এর জেরে প্রধান উপদেষ্টার পদত্যাগের চিন্তাভাবনা নিয়ে আলোচনার মধ্যে এই একনেক সভা হয়। এরপর আলাদা বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সেই বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা।

তিনি প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না জানিয়ে আরও বলেন, ‘আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি। ’

এর আগে গত ২২ মে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তার পদত্যাগের ভাবনার কথা জানান। তার এ ভাবনার কথা জানাজানি হওয়ার পর সেদিন সন্ধ্যা থেকেই বিভিন্ন মহলে আলাপ-আলোচনা শুরু হয়। দেশবাসীর মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়।

দেশের এই রাজনৈতিক পরিস্থিতিতে শনিবার বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল অধ্যাপক ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় সাক্ষাৎ করবে। যমুনার বৈঠকের দিকে তাই তাকিয়ে আছে সারা দেশ।

তার আগে একনেক সভার দিকেও নজর ছিল দেশবাসীর। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ড. ইউনূসের ঘনিষ্ঠজনরা তাকে উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর আবার উপদেষ্টা পরিষদেরও জরুরি বৈঠক ডাকা হতে পারে। এই বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ড. ইউনূস সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সুস্পষ্ট বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ এখন আইএমএফ-বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

gmtnews

প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

gmtnews

২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত