অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনারের

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। গতকাল বেলা ২টায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে তাদের এ সৌজন্য সাক্ষাৎ হয়।

পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি সৌজন্য সাক্ষাতে বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে তারা আলোচনা করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ করায় সৈয়দ রেফাত আহমেদকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার। পাশাপাশি বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জনে গত এক বছরে প্রধান বিচারপতির বিভিন্ন প্রচেষ্টা ও কর্মপরিকল্পনার ভূয়সী প্রশংসাও করেন তিনি।

এ ছাড়া বিচারবিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপ, ১২ দফা নির্দেশনা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন সারাহ কুক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্রিটিশ হাইকমিশনার। একই সঙ্গে তিনি বাংলাদেশে শক্তিশালী বিচার বিভাগ গড়ে তুলতে যুক্তরাজ্যের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।

এর আগে ১৪ আগস্ট প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

সম্পর্কিত খবর

আফগানিস্তানে বিমান হামলা অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের

News Editor

অর্থনীতিকে আরও সচল করতে সরকার যোগাযোগ ব্যবস্থাকে সহজ করছে: প্রধানমন্ত্রী

gmtnews

মায়ামিতে পাওয়া যাচ্ছে মেসি চিকেন, মেসি বার্গার, মেসি বিয়ার

Shopnamoy Pronoy

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত