December 10, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
খেলা ফুটবল সর্বশেষ

কবে মাঠে ফিরবেন নেইমার

নেইমারের ইমেজ–স্বত্বের মালিক তাঁর পারিবারিক প্রতিষ্ঠান এনআর স্পোর্টস। অস্ত্রোপচার থেকে সেরে উঠতে নেইমার এখন যে চিকিৎসাপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, তার ছবি প্রকাশের পাশাপাশি ইউটিউবেও একটি ভিডিও ছেড়েছে প্রতিষ্ঠানটি।

এই ভিডিও দেখে ব্রাজিল তারকার বর্তমান অবস্থা এবং তাঁর সেরে ওঠার প্রক্রিয়া এবং সেটি করতে গিয়ে যে পরিমাণ ব্যথা অনুভব করছেন, সে ব্যাপারে ধারণা পাওয়া যায়। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ব্রাজিলে রিও ডি জেনিরোর মানগারাতিবা অঞ্চলে নেইমারের এই চিকিৎসা চলছে।

গত ১৭ অক্টোবর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পান নেইমার। বাঁ হাঁটুতে এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট ঠিক করাতে ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তেতে অস্ত্রোপচার করান আল হিলাল তারকা। এর পর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পোস্টে এনআর স্পোর্টস নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে লিখেছে, ‘ব্যথা…আমরা ভাবতেও পারব না এটি কতটা। তবে সবচেয়ে বড় ব্যথাটা সম্ভবত মাঠের বাইরে থাকা। কিন্তু সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস এবং সবার পাঠানো (শুভেচ্ছামূলক) খুদে বার্তায় আস্থা রেখে সে ফিরে এসেছে। আমরা এখন দিন গুনছি।’

ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি মৌসুমের বাকি অংশে আর মাঠে নামা হচ্ছে না নেইমারের। গত আগস্টে প্রায় ৯ কোটি ইউরো খরচ করে নেইমারকে দলে ভিড়িয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। ব্রাজিল তারকাকে মৌসুমের বাকি সময়ে না পেলে ক্ষতির সম্মুখীনই হতে হবে আল হিলালকে।

যুক্তরাষ্ট্রে আগামী বছরের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার আগে নেইমার সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। নেইমার চোটে পড়ার পর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলেরও সময়টা ভালো যাচ্ছে না। উরুগুয়ের বিপক্ষে নেইমারের চোটে পড়ার ম্যাচে হারের পর কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষেও হেরেছে ব্রাজিল।

নেইমারের ভিডিও প্রকাশ করেছে এনআর স্পোর্টস, সেখানে তাঁর চিকিৎসাপ্রক্রিয়া সম্পর্কে একটু জানানো যায়। লাল টি–শার্ট পরে স্ট্রেচারের মতো একটি বিছানায় শুয়ে আছেন নেইমার। মাথায় কালো ক্যাপ। মুখটা ব্যথায় বিকৃত।

কারণ, তাঁর বাঁ পা–টা একটি ছোট্ট মেশিনের ওপর রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং পা টান করার সঙ্গে সঙ্গে নেইমার ব্যথায় মুখ কুঁচকে বলছিলেন, ‘সৃষ্টিকর্তার দোহাই লাগে ওটা কোরো না।’

ভিডিওর পরের চিত্রে দেখা যায়, নেইমার সাদা টি–শার্ট পরে শুয়ে আছেন। তাঁর বাঁ পায়ে বিভিন্ন তার সংযুক্ত করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ঘুমিয়ে পড়া মেয়েকে বুকের ওপর তুলে নিয়ে এ সময় কথাও বলছিলেন নেইমার, ‘সে এখনকার মতো শুধুই ঘুমায়।’

ভিডিওর পরের অংশ দেখা যায়, নেইমার পিএসজির টি–শার্ট পরে শুয়ে আছেন এবং তাঁকে বাঁ পা–টা টান করে শুতে বলা হয়। খুব কষ্টে সেটি টান করার চেষ্টা করছিলেন নেইমার। চিকিৎসক বারবার বলছিলেন, ‘শক্ত করে টান করো (পা)। ধরে রাখো।’ নেইমার ব্যথায় মুখ বিকৃত করে বলেন, ‘ভেঙে যাবে।’

সম্পর্কিত খবর

উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

News Editor

রাশিয়ার নির্বাচনে পুতিনের ক্ষমতাসীন ইউনাইটেড এর জয়

gmtnews

আমন সংগ্রহে কোন গাফিলতি বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত