বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে সবচেয়ে বড় শক্তি হলো দক্ষ মানবসম্পদ। এ বিশ্বাসকে সামনে রেখে সপ্তম আন্তর্জাতিক মানবসম্পদ কনভেনশন আয়োজন করেছে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও)।শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে দিনব্যাপী এই কনভেনশন অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জ্ঞানভিত্তিক অর্থনীতি ও দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশে সক্ষম জনশক্তি তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।কনভেনশনে অংশ নেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, সিইও, এইচআর লিডার ও শিল্পখাতের শীর্ষ নীতি-নির্ধারকরা। তারা এআইচালিত ভবিষ্যতের কর্মক্ষেত্র, কর্মী সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব উন্নয়ন, ট্যালেন্ট ডেভেলপমেন্ট, অটোমেশনজনিত চ্যালেঞ্জ এবং এইচআর ব্যবস্থাপনার পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী এ কনভেনশনে ছিল ছয়টি লার্নিং সেশন, কী-নোট প্রেজেন্টেশন এবং চারটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনাসহ বিভিন্ন কার্যক্রম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনভেনশন চেয়ার মো. কামরুজ্জামান সবুজ, ‘এফবিএইচআরও’ প্রেসিডেন্ট ড. মো. মোশাররফ হোসেন, ভাইস প্রেসিডেন্ট ড. ফরিদ এ. সোবহানি, প্রফেসর মইনুদ্দিন চৌধুরীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মানবসম্পদই দেশের সবচেয়ে বড় সম্পদ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এখন জাতীয় কৌশলগত অগ্রাধিকারের বিষয়।এফবিএইচআরও জানিয়েছে, এই কনভেনশন বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে একটি জাতীয় আন্দোলন তৈরিতে সহায়ক হবে এবং ভবিষ্যৎ অর্থনীতি, কর্মসংস্থান কাঠামো ও শিল্পখাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুনবিস্তারিত