December 10, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

মাশরাফির বিসিবি সভাপতি হওয়া নিয়ে যা বললেন পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সম্প্রতি পেয়েছেন ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব। আপাতত একসঙ্গেই দুই দায়িত্ব চালিয়ে নেবেন তিনি।

তবে শিগগিরই ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়তে চান বলেও জানিয়েছেন।

পাপনের পর বিসিবি সভাপতি কে হবেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নাম উঠে এসেছে বেশ কয়েকবার। তার কেমন সুযোগ আছে? এ নিয়ে শুক্রবার কথা বলেছেন পাপন।

তিনি বলেন, ‘এটা বলা মুশকিল, প্রথম কথা হচ্ছে এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আগে আসতে হবে তাকে। প্রথমে তাকে কাউন্সিলরারশিপ নিতে হবে। কাউন্সিলর হওয়ার পরে আসতে হবে নির্বাচিত হয়ে। যারা নির্বাচিত হয়ে আসবে, তারা ঠিক করবে কে সভাপতি হবে। প্রসেসটা খুব সিম্পল। ’

বিসিবির বর্তমান কমিটি নির্বাচিত, তাদের আরও এক বছরের বেশি সময় মেয়াদ বাকি আছে। এর মধ্যে পাপন পদত্যাগ করলে বোর্ডের বর্তমান পরিচালকদের কেউই সভাপতির দায়িত্ব নেবেন। কারা হতে পারেন? এমন সম্ভাব্য কিছু নামও বলেছেন পাপন।

তিনি বলেন, ‘এখন ধরেই নিলাম আমার বোর্ডের সবাই আছে। নতুন আরও দু’জন বা একজন আসলো, এখানে সিনিয়রদের মধ্যে সিরাজ (এনায়েত হোসেন সিরাজ) ভাই আছে, ববি (আহমেদ সাজ্জাদুল আলম) ভাই, জালাল ইউনুস এবং মাহবুব আনাম আছে। ’

‘আবার ক্রিকেটারদের মধ্যে সিনিয়র যারা আছে আকরাম খান আছে দুর্জয় (নাইমুর রহমান) আছে আমাদের সুজন (খালেদ মাহমুদ) আছে। আমি বলছি যে অনেকেই আছে। এখন তারা কাকে বেছে নেবে এটা কিন্তু বলা কঠিন। বাইরে থেকে চাপানোর কোনো সুযোগ নেই। ’

সম্পর্কিত খবর

বিএনপি স্বাধীনতাবিরোধীদের অভিন্ন প্ল্যাটফর্ম: ওবায়দুল কাদের

gmtnews

ধোনি যদি বাবরের পাকিস্তান দলের অধিনায়ক হতেন…

Shopnamoy Pronoy

ভাঙ্গা-যশোর রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলবে শনিবার

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত