34 C
Dhaka
May 3, 2024
অগ্রবর্তী সময়ের ককপিট
অর্থনীতি বাংলাদেশ রাজনীতি

মিথ্যাচার করে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস ও ইউক্রেন–রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বে অর্থনীতিতে খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে তেল ও খাদ্যের দাম বেড়েছে। এ কারণে বাংলাদেশেও দ্রব্যমূল্যের দাম বেড়েছে।

এতে মানুষের কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। জিনিসের দাম বাড়ল যুদ্ধের কারণে আর বিএনপি প্রচার করছে, আওয়ামী লীগের জন্য বৃদ্ধি পেয়েছে। কেন বাড়ল, সেটা খেয়াল নেই। মিথ্যাচার করে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদরে সাটুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস সফলভাবে নিয়ন্ত্রণ করতে সরকার সক্ষম হয়েছে। বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষকে টিকা দিয়েছেন। তবে এ সময় বিএনপিকে কাছে পাওয়া যায়নি। তারা মিথ্যাচার ও বানোয়াট কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। সাটুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদসু সালাম, সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ।

সম্পর্কিত খবর

জনগণকে সুন্দর ও উন্নত জীবন প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

gmtnews

প্রতিকূলতা কাটিয়ে ওঠা বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্র শ্রদ্ধা জানায়: হাস

gmtnews

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত