December 31, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
বিশ্ব রাজনীতি সর্বশেষ

জরুরি চিকিৎসা পাচ্ছেন না সু চি, অভিযোগ ছেলের

মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু চিকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে না। তার ছেলে এমন অভিযোগ করেছেন।

সু চির ছেলে কিম এরিস বলেন, শাসক জান্তা তার মায়ের জরুরি চিকিৎসায় কারা কর্তৃপক্ষের অনুরোধ আটকে দিয়েছে।

সংশ্লিষ্ট কারাসূত্র বিবিসি বার্মিজকে জানিয়েছে, দাঁতের ব্যথায় ৭৮ বছর বয়সী সু চি খেতেও পারছেন না।

জান্তার এক মুখপাত্র বলেন, সু চি সুস্থ রয়েছেন এবং সামরিক ও বেসামরিক চিকিৎসকদের কাছে থেকে চিকিৎসা পাচ্ছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চি আটক রয়েছেন। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি।

গত জুলাইয়ে শান্তিতে নোবেলজয়ী সু চিকে কারাগার থেকে নেপিদোর বাসায় আনা হয়। তবে তিনি শহরের কোথায় আটক রয়েছেন তা স্পষ্ট নয়।

বিবিসি বার্মিজকে টেক্সট মেসেজের মাধ্যমে এরিস বলেন, একজন অসুস্থ বন্দি রোগীর চিকিৎসায় বাধা দেওয়া নির্মম নিষ্ঠুরতা।

৪৬ বছর বয়সী এরিস যুক্তরাজ্য থেকে বলেন, অসুস্থ হওয়ার কারণে তার মা বমি করছেন। এ ধরনের দাঁতের ব্যথার কারণে কেউ যদি খাওয়াদাওয়া করতে না পারেন এবং যথাযথ চিকিৎসা না পান, তাহলে তার স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই পড়বে।

সম্পর্কিত খবর

আ. লীগই ভোটে জিতবে : লন্ডনে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী

gmtnews

মহামারি অবসানে সারা বিশ্বকে টিকা দিন: জাতিসংঘ মহাসচিব

gmtnews

আজ ৭৬ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী।

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত