অগ্রবর্তী সময়ের ককপিট
বিশ্ব সর্বশেষ

এক নারী এবং তার দুই সন্তানকে মুক্তি দিলো হামাস

গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাস তাদের হাতে বন্দী থাকা এক নারী এবং তার দুই সন্তানকে মুক্তি দিয়েছে। হামাসের সশস্ত্র শাখা কাসসাম বিগ্রেড একটি ভিডিওতে তাদের মুক্তির বিষয়টি জানিয়েছে।

বুধবার রাতে আল জাজিরায় প্রচারিত ওই ভিডিওটি বেশ দূর থেকে তোলা হয়। এতে এক নারী এবং তার পেছনে দুই শিশুকে দেখা যায়।
এসময় তাদের থেকে একটু দূরে কয়েক ব্যক্তিকে হাঁটতে দেখা যায়। তারা দৃশ্যত হামাস যোদ্ধা। তারা ওই তিনজনকে দৃশ্যত ইসরাইল গাজার মধ্যকার সীমান্তের একটি প্রাচীরের কাছে উন্মুক্ত এলাকায় ছেড়ে দেন। দুই শিশুর মধ্যে একজন নবজাতক।

ভিডিওটি কোথায় তোলা হয়েছে, তা অস্পষ্ট। ইসরাইলি কর্তৃপক্ষ এখনো ভিডিওটি প্রকাশ করেনি।

এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড জানিয়েছে, ওই নারী এক ইসরাইলি নাগরিক।

এএফপি বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানায়, ‘সংঘাতের পর আটক এক ইসরাইলি বসতি স্থাপনকারী এবং তার দুই সন্তানকে মুক্তি দেয়া হয়েছে।

আল জাজিরার হোদা আবদেলহামিদ পশ্চিম জেরুসালেম থেকে জানান, ইসরাইলি মিডিয়া এই ভিডিওকেসত্য বলে বিশ্বাস করা কঠিনহিসেবে অভিহিত করেছে।

আবদেলহামিদ বলেন, ‘এক সাংবাদিক বলেছেন, হামাস এখন ড্যামেজ কন্ট্রোল করছে। আর এটি একটি মিডিয়া স্টান্ট। কয়েকটি ইসরাইলি চ্যানেল বলছে, এই মুক্তি ঘটেছে আরো আগে। কেউ কেউ বলছে, মুক্তি দেয়া হয়েছে শনিবার এবং হামাস এই পর্যায়ে তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘ছবিগুলো এখনো দেশজুড়ে প্রচারিত হচ্ছে। আল জাজিরা মাত্র তা ছেড়েছে। লোকজন যা দেখছে, তা হজম করার চেষ্টা করছে।

তিনি বলেন, নিয়ে পরস্পরবিরোধী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

শনিবার ইসরাইলে অভিযানের সময় প্রায় ১৫০ জনকে বন্দী করে হামাস।
এরপর থেকে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি হামলায় গাজায় হাজারের বেশি লোক নিহত হয়েছে। আহত হয়েছে ,০০০। আর হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছে ১২ লোক। তাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশী রয়েছে।

ইসরাইল পুরোপুরি অবরোধ আরোপ করেছে গাজায়। খাদ্য, জ্বালানি, ওষুধসহ কিছুই প্রবেশ করতে পারছে না উপত্যকায়। একমাত্র বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রটিও জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে।

সম্পর্কিত খবর

ন্যাটোর সক্ষমতা বাড়াতে জার্মানিতে রাডার জ্যামিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: পেন্টাগন

gmtnews

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (০৬ মে ২০২৪) প্রধানমন্ত্রীর কার্যালয়ে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

gmtnews

ই-কমার্স ব্যবসার জন্য চালু হলো নিবন্ধন ব্যবস্থা

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত