16 C
Dhaka
December 11, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা বাংলাদেশ বিনোদন বিশ্ব সর্বশেষ

ভারতের বিপক্ষে পাকিস্তানের বোলারদের নাজেহাল অবস্থা

দিনটা মোটেই বাবর আজমদের ছিল না। মাঠের আবহ থেকে ম্যাচের ঘটনাপ্রবাহ—সবকিছুই ছিল ভারতের পক্ষে। আহমেদাবাদে গতকাল উপস্থিত ছিল প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শক। যেখানে প্রায় পুরো সমর্থনই ছিল ভারতের পক্ষে। খেলা দেখতে মাঠে যাওয়ার সুযোগ পাওয়া পাকিস্তানিদের সংখ্যা খুব একটা ছিল না বললেই চলে।

এমন আবহে পাকিস্তান দলও মুখ থুবড়ে পড়েছে। হেরেছে বড় ব্যবধানে। পাকিস্তানের দেওয়া ১৯২ রানের লক্ষ্য ১১৭ বল আর ৭ উইকেট হাতে রেখে টপকে যায় ভারত। পাকিস্তানের এমন হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার চুপ করে থাকবেন না, সেটাই স্বাভাবিক। সাবেক এই ফাস্ট বোলার দাবি করেছেন, একমাত্র তিনিই আহমেদাবাদের গ্যালারির লাখ লাখ ভারতীয় সমর্থকদের চুপ রাখতে পারতেন।

ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে সবার মধ্যেই ছিল বাড়তি উত্তেজনা। শোয়েবও ছিলেন এই দলে। যে কারণে প্রথম ইনিংস শেষে একটি ভিডিও দেওয়ার পর ম্যাচ শেষে ইউটিউবে আরও একটি ভিডিও দেন এই পেসার। যেখানে পুরো পাকিস্তান দলকে ধুয়ে দিয়েছেন তিনি। বিশেষ করে পাকিস্তানের ব্যাটিং অর্ডারকে। অবশ্য তাঁর এই সমালোচনার যথেষ্ট কারণও ছিল।

গতকাল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ১৫৫ রানে ২ উইকেট থেকে ১৯১ রানে অলআউট তাঁরা। ৩৬ রানের মধ্যে পাকিস্তান হারিয়েছে শেষ ৮ উইকেট। অন্যদিকে পাকিস্তানি বোলারদের বেধড়ক পিটিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত। শোয়েব মনে করছেন, পাকিস্তানি বোলারদের বাচ্চাদের মতো মেরে প্রতিশোধ নিয়েছেন রোহিত।

ইউটিউব নিজের চ্যানেলে রোহিতের উচ্ছ্বসিত প্রশংসা করে শোয়েব বলেছেন, ‘রোহিত শর্মা যে ইনিংসটা খেলেছে, আসলে ও পাকিস্তানকে অপমান করেছে। গত দুই তিন বছর ওকে যেভাবে আউট করা হয়েছে, রোহিত তার প্রতিশোধ নিয়েছে। পাকিস্তান কী ভেবেছিল চারজন ব্যাটসম্যান নিয়ে, কোনো মিডল অর্ডার, স্পিনার না নিয়ে তারা ভারতের মতো দলকে হারাবে। এটা অসম্ভব।’

দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে পার্থক্য বোঝাতে শোয়েব বলেন, ‘আমাদের ব্যাটসম্যান ও ভারতের ব্যাটসম্যানদের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। পাকিস্তানের বোলারদের আজকে ভারত বাচ্চাদের মতো পিটিয়েছে। যেটা আমি দেখতে পারিনি।’

এরপর শোয়েব যোগ করেন, ‘ভাইজান, লাখ লাখ এই মানুষকে শুধু শোয়েব আখতারই চুপ করাতে পারে, আপনি নন।’

সম্পর্কিত খবর

জাতীয় সংসদ, স্বাস্থ্য শিক্ষায় নতুন সচিব

gmtnews

এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বাড়ল

Hamid Ramim

যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত