অগ্রবর্তী সময়ের ককপিট
খেলা ফুটবল বিনোদন বিশ্ব সর্বশেষ

সন্ত্রাসী হামলায় পরিত্যক্ত বেলজিয়াম-সুইডেন ম্যাচ

ব্রাসেলসের কিং বাদয়োইন স্টেডিয়ামে গতকাল রাতে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচে সুইডেনকে আতিথ্য দিয়েছিল বেলজিয়াম। কিন্তু প্রথমার্ধ শেষে বিরতির সময় দুই দলের এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ব্রাসেলসে দুষ্কৃতকারীদের গুলিতে দুজন সুইডিশ নাগরিক নিহত হওয়ার পর এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে দর্শকদেরও স্টেডিয়াম থেকে বের হতে দেওয়া হয়নি।

বিরতির সময় স্টেডিয়ামের মাইকে ঘোষণা করা হয় খেলোয়াড়েরা আর মাঠে ফিরবেন না। দর্শকদেরও স্টেডিয়ামের ভেতরে থাকতে বলা হয়। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়, ‘আজ (গতকাল) সন্ধ্যায় ব্রাসেলসে সন্দেহভাজন সন্ত্রাসী হামলার পর দুই দল এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেলজিয়াম ও সুইডেনের মধ্যকার ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলো।’ সুইডেন ফুটবল অ্যাসোসিয়েশন ও বেলজিয়াম পুলিশের পক্ষ থেকে দর্শকদের ‘নিরাপত্তাজনিত কারণে স্টেডিয়ামের ভেতরে থাকতে’ বলা হয়। প্রায় আড়াই ঘণ্টা স্টেডিয়ামে থাকার পর বের হন দর্শকেরা। প্রায় ৩৫ হাজার দর্শক ছিলেন স্টেডিয়ামে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী এই হামলাকে ‘সন্ত্রাসবাদ’ বলেছেন এবং হামলাকারীকে এখনো ধরা যায়নি। বেলজিয়ামের কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, গুলিতে নিহত দুই সুইডিশ নাগরিকের গায়ে তাদের দেশের জাতীয় ফুটবল দলের জার্সি ছিল। সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতিতে বলা হয়, ‘ব্রাসেলসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের স্বজনদের প্রতি সহমর্মিতা রইল।’ বেলজিয়াম ফুটবল দলের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা হয়, ‘ক্ষতিগ্রস্তদের পাশে আছি আমরা।’

প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় ছিল দুই দল। ভিক্টর গায়োকেরেসের গোলে সুইডেন এগিয়ে যাওয়ার পর পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান রোমেলু লুকাকু। আগামী বছর ইউরোর মূলপর্বে খেলা আগেই নিশ্চিত করেছে বেলজিয়াম। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার কথা জানার পর সুইডেনের খেলোয়াড়েরা আর মাঠে নামতে চাননি।

বিবিসি জানিয়েছে, ম্যাচের কয়েক ঘণ্টা আগে গুলি করে হত্যার এই ঘটনা ঘটে। সুইডেন ফুটবল দলকে পুলিশি প্রহরায় বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সুইডিশ সমর্থকেরাও ব্রাসেলসে পুলিশি প্রহরা পেয়েছেন। সুইডেনের কোচ ইয়ান অ্যান্ডারসন জানিয়েছেন, বিরতির সময় সন্ত্রাসী হামলার এই ঘটনা জানতে পারে সুইডেন ফুটবল দল, ‘বিরতির পর খবরটি জানতে পারি। বিশ্বাস হচ্ছিল না। আমরা কোন দুনিয়ায় আছি? ড্রেসিংরুমে দলের সবাই এটা নিয়ে কথা বলেছে। আমরা নিজেদের মধ্যে শতভাগ নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নেই নিহত এবং তাদের স্বজনদের প্রতি শ্রদ্ধা জানাতে এই ম্যাচটা আর খেলব না।’

বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে আরবি ভাষা বলা এক লোক দাবি করেছেন সৃষ্টিকর্তার নামে তিনি এই হামলা চালিয়েছেন। ব্রাসেলসের বুলেভার্দ ডি’ইয়প্রে গুলি করে হত্যার এই ঘটনা ঘটে। সেখান থেকে প্রায় ৩ মাইল দূরে কিং বাদয়োইন স্টেডিয়াম। ‘এফ’ গ্রুপ থেকে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে আগেই ইউরোর চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে বেলজিয়াম। বাকুতে গতকাল আজারবাইজানকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে চূড়ান্তপর্বে উঠেছে অস্ট্রিয়া। আর এর মধ্য দিয়ে সুইডেনের আগামী ইউরোয় খেলার স্বপ্নও শেষ হয়ে যায়। সুইডেনের অধিনায়ক ভিক্টর লিন্ডলফ তাই বলেছেন, ‘বেলজিয়াম আগেই চূড়ান্তপর্বে উঠেছে। আমাদের সে সুযোগ নেই। তাই এই ম্যাচ (বেলজিয়াম-সুইডেন) আবারও খেলার কোনো কারণ নেই।’

সম্পর্কিত খবর

বাংলাদেশ থেকে পরিচ্ছন্ন কর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে চায় রোমানিয়া

gmtnews

বইমেলার পর্দা নামছে আজ

gmtnews

বঙ্গবন্ধুর উন্নয়ন-দর্শনকে সামনে রেখে কাজ করতে হবে

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত