December 14, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা বিনোদন বিশ্ব সর্বশেষ

বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শামি

সুযোগ পেলে তা কীভাবে কাজে লাগাতে হয়, সেটিই যেন দেখিয়ে দিলেন মোহাম্মদ শামি। হার্দিক পান্ডিয়া ও শার্দূল ঠাকুরের কারণে বিশ্বকাপে ভারতের প্রথম চার ম্যাচে একাদশে জায়গা হয়নি এই অভিজ্ঞ পেসারের। যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের সঙ্গে দুই অলরাউন্ডার পান্ডিয়া ও শার্দূলকে দিয়ে তৃতীয় পেসারের কাজটা করিয়ে নিচ্ছিল ভারত। দলও জিতছিল বলে একাদশে পরিবর্তনেরও প্রয়োজন ছিল না।

কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পান্ডিয়া চোটে পড়ায় ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শামির সুযোগ হয় একাদশে। কন্ডিশনের সুযোগ কাজে লাগিয়ে প্রথম সুযোগেই নিজের সামর্থ্যটা দেখিয়ে দিলেন শামি, ৫৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় ৫ উইকেট শিকার। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যেই উড়তে থাকা কিউইদের ২৭৩ রানে থামিয়ে ভারত তুলে নিয়েছে ৪ উইকেটের জয়। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে শামির হাতেই।

বিশ্বকাপে এবার প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাচসেরার পুরস্কার জিতে স্বাভাবিকভাবেই দারুণ খুশি এই ভারতীয় পেসার। পুরস্কার নিতে এসে বলেছেন, ‘আপনি যখন একটা বিরতির পর দলে ফিরবেন, উইকেট নিতে পারলে সেটা দ্রুত আত্মবিশ্বাস এনে দেয়। ভাগ্য ভালো, স্পেলের প্রথম বলেই উইকেট পেয়েছি। সেটা আমার আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে।’

অন্য এক প্রশ্নের উত্তরে শামি বলেছেন, ‘খুব কঠিন ছিল না (বিরতির পর বিশ্বকাপের ম্যাচ খেলা), দলও ভালো করছিল। ওই সময় দলকে আমার সমর্থন করে যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। আমি সেটা উপভোগ করছিলাম। দলের জন্য এটাই জরুরি।’

শামি যখন বোলিংয়ে আসেন, তখন ভারতের জন্য জরুরি ছিল উইকেট নেওয়া। পাওয়ারপ্লের অষ্টম ওভারে প্রথম ওভার করতে এসেই দলকে উপহার দিয়েছেন উইকেট। নিজের দ্বিতীয় স্পেলেও আঘাত হানেন নিউজিল্যান্ডের ইনিংসে। শেষ দিকে দুর্দান্ত ডেথ বোলিংয়ে নিয়েছেন আরও ৩ উইকেট।

ম্যাচের সব পরিস্থিতিতেই উইকেট নিতে পেরে শামিকে সন্তুষ্টই মনে হলো, ‘নিউজিল্যান্ড বিশ্বকাপের শীর্ষ দল। সব কটি ম্যাচ জিতে এসেছে ওরা। ম্যাচে টিকে থাকতে হলে আমাদের উইকেট নিতেই হতো।’

ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শর্মার মুখেও শোনা গেল শামির প্রশংসা, ‘শামি সুযোগটা দুই হাতে লুফে নিয়েছে। সে কন্ডিশন খুব ভালোভাবে কাজে লাগিয়েছে।’

সম্পর্কিত খবর

এটি একটি যুদ্ধ নয়, একটি ধ্বংসযজ্ঞ: এরদোয়ান

Hamid Ramim

মঙ্গলবার থেকে ৭ জেলায় লকডাউন

News Editor

আওয়ামী লীগই দুর্গত মানুষের পাশে থাকে, বিএনপি থাকে না: তথ্যমন্ত্রী

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত