অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা সর্বশেষ

জাতীয় দলের সঙ্গে থাকছেন না পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিও

জাতীয় দলে চাকরি ছাড়ার হিড়িকই যেন পড়েছে একরকম। আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কিছু, তবে এটুকু নিশ্চিতই বিশ্বকাপের পর আর থাকছেন না পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

এবার পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরও জানিয়ে দিয়েছেন, তিনিও আর বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন না।বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে শ্রীনি চাকরিতে না থাকার কথা জানান। দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করা এই ভারতীয় কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন এ সময়।

তিনি লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাংলাদেশ ক্রিকেটকে আগামীকাল (শনিবার) অস্ট্রেলিয়া ম্যাচের পর বিদায় বলতে হবে আমাকে। এই যাত্রার পুরোটাজুড়ে ছিল শেখা, স্মৃতি, উত্থান ও পতন কিন্তু এটা এমন কিছুও; যা আমি সারাজীবন মনে রাখবো। ’

‘এই সুযোগের জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য, ক্রিকেটার, কোচ ও অধিনায়কদের ধন্যবাদ জানাতে চাই। আমার ওপর আস্থা রেখে একটা জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ায়ও। ’

এসময় নিজের পরিবারের সদস্যদের জন্যও কৃতজ্ঞতা জানান তিনি, ‘আমার পরিবারের জন্য- আমার শক্তির উৎস তারা। কোনো শব্দই আমি যে কাজটা করতে পছন্দ করি, সেটা করতে দিতে তোমাদের ত্যাগকে ব্যাখ্যা করতে পারবে না। সংবাদকর্মী ও সমর্থকদের বলতে চাই, গত কয়েক সপ্তাহ কঠিন ছিল কিন্তু আমি নিশ্চিত ছেলেরা এটা বদলাতে পারবে। সবসময়ের মতো তাদের সমর্থন দিতে থাকুন। ’

এসময় বাংলাদেশের ক্রিকেট অনুসরণ করার কথাও জানান এই ভারতীয়, ‘বাংলাদেশ ক্রিকেট সবসময় আমার হৃদয়ে একটা বিশাল জায়গা দখল করে রাখবে। আমি খুব সুক্ষ্মভাবে এর উন্নতিতে চোখ রাখবো। ’

‘২৫ টেস্ট, ৭৫ টি-টোয়েন্টি, ৮৩ টেস্ট- কৃতজ্ঞতা ও ঋণী হয়ে থাকলাম। ’

সম্পর্কিত খবর

উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

gmtnews

সমাধিস্থলে ট্রাম্পের প্রচারের কড়া সমালোচনা করলেন কমলা

gmtnews

আজ জাপান থেকে ২,৪৫,২০০ ডোজ ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ

News Editor

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত