অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

মোংলায় ছয় হাজার বস্তা সরকারি চালসহ বাল্কহেড ডুবি

বাগেরহাটের মোংলায় ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে ‘এম ভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড ডুবে গেছে।

রোববার (৩১ মার্চ) বিকেলে মোংলার পশুর নদীর ত্রি-মোহনায়  ‘এমভি শাহাজাদা-৬’ নামে একটি লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেডটি ডুবে যায়।

 তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজে থাকা ৫ নাবিককে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে ধাক্কা দেওয়ার অপরাধে ‘এভি শাহাজাদা-৬’ নামের লাইটার জাহাজটিকে এদিন সন্ধ্যায় আটক করেছে নৌ পুলিশ।

এদিন সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ছয় হাজার বস্তায় ১৮০ মেট্রিক টন সরকারি চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশে ছেড়ে আসে ‘এমভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড। ঈদ উপলক্ষে গরিব অসহায়দের জন্য চালগুলো আনা হচ্ছিল।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া লাইটার এভি শাহাজাদা-৬’ কে রোববার রাতে আটক করা হয়েছে। এখন পর্যন্ত ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল অথবা ডুবন্ত জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়নি। তবে সোমবার (১ এপ্রিল) সকাল থেকে সরকারি চাল উঠানো ও ডুবন্ত বাল্কহেডটি উদ্ধার কাজ শুরু করা হবে বলে জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তেই দেশের অর্থনীতি গতিশীল রয়েছে: স্পিকার

gmtnews

মতিঝিলগামী মেট্রোরেলে সকাল থেকেই উপচে পড়া ভিড়

Zayed Nahin

আজ থেকে আবারও শুরু হচ্ছে করোনা টিকার নিবন্ধন: আইসিটি প্রতিমন্ত্রী

News Editor

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত