December 3, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক

ইরাক সরকার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারও ইরাকে অনিয়মিতভাবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সাধারণ ক্ষমার আওতায় নিয়মিতকরণের অনুরোধ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরাক সরকারের কাছে আবেদন পাঠাবে।

ইরাকে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম করতে যৌথ কমিটি বছরে অন্তত একবার বৈঠকে মিলিত হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুদিনব্যাপী যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এ বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

বৈঠকে নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিতকরণ, জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি, ইরাকে দক্ষ, আধাদক্ষ ও অদক্ষ কর্মী পাঠানোর সম্ভাবনা এবং সেখানে কর্মরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার শেষে একটি ‘রেকর্ড অব ডিসকাশন’ স্বাক্ষরিত হয়।

উভয়পক্ষের সম্মতিতে ইরাক সরকার বিভিন্ন সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী ভিসা দেওয়ার মাধ্যমে নিয়োগের উদ্যোগ নেবে। নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে ইরাকি নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত চাহিদাপত্র বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সত্যায়ন করে কর্মী নিয়োগ করা হবে। এছাড়া ইরাকে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীরা দেশত্যাগের আগে কর্মসংস্থান চুক্তিতে স্বাক্ষর করবেন।

ইরাকের কোন কোন সেক্টরে কর্মীর চাহিদা রয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করে বাংলাদেশ দূতাবাস কর্মী পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ইরাকে কর্মরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে ইরাকি প্রতিনিধি দল ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।

সমঝোতা চুক্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক এবং ইরাকের পক্ষে দেশের মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক কাজিম অব্দুর রেজা খাইয়ুন আত-ওয়ানি স্বাক্ষর করেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এর আগে ইরাকি প্রতিনিধিদল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে।

সম্পর্কিত খবর

দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহবান আইনমন্ত্রীর

gmtnews

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

Zayed Nahin

ইউক্রেনে আরো ভারী অস্ত্র পাঠাতে পশ্চিমা দেশগুলোর প্রতি ন্যাটো প্রধানের আহবান

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত