রোববার (১৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে সরকার আহত শান্তিরক্ষীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য জাতিসংঘকে অনুরোধ করেছে। নিউইয়র্কে বাংলাদেশ মিশন জাতিসংঘের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে এবং সেখানে বাংলাদেশি শান্তিরক্ষীদের সব ধরনের সহায়তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করছে।
