অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

গণভোট নিয়ে সিদ্ধান্ত অধ্যাদেশ জারির পর: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গণভোট নিয়ে করণীয় সরকার থেকে অধ্যাদেশ জারির পর জানানো হবে।

বুধবার (১৯ জানুয়ারি) নির্বাচন ভবনে বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে তিনি একথা বলেন।

সিইসি বলেন, ওই আইনটা (অধ্যাদেশ) হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এ ব্যাপারে বক্তব্য দেওয়ার। রাজনীতিবিদরা অনেকে জিজ্ঞাসা করছেন—কীভাবে করবেন, কতটা বাক্স করবেন। এগুলোর সব চিন্তা, এক্সারসাইজ শুরু করব ওই আইনটা হওয়ার পরে।

তিনি বলেন, গণভোটের কথা এসেছে। রেফারেন্ডাম… কীভাবে ভোট করব। আগে আইনটা হতে হবে। রেফারেন্ডামের একটা ল’; ওখানে বলা আছে, ঘোষণার মধ্যে, অর্ডারের মধ্যে একটা আইন হবে রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজড করবে। প্রেসক্রাইব করে দেবে কী বিষয়ে গণভোট হবে, কীভাবে হবে ইত্যাদি। এগুলোর সব চিন্তা, এক্সারসাইজ শুরু করব আমরা ওই আইনটা হওয়ার পরে। এর আগে আমি জানি না, হোয়াট কোর্স ইট উইল টেক। আইনটার পরে করব।

সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা ও বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

সম্পর্কিত খবর

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করবে প্রতিনিধি পরিষদ

Hamid Ramim

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ আইজিপির

gmtnews

ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত