ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থানে উঠেছেন সাকিব আল হাসান। চলতি অস্ট্রেলিয়া সিরিজে ৩৪ রেটিং পয়েন্ট পেয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি। এবার আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে পিছনে ফেলে শীর্ষে উঠেছেন সাকিব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকার করেন সাকিব। এছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে একহাজার রান এবং ১০০ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন।