ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) ২০২৫ সম্পন্ন হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানী মিরপুরে সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে এ কোর্স সম্পন্ন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্যে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী কোর্স সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে।
প্রফেসর মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে।
তিনি কোর্স সম্পন্নকারী সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান, তারা যেন তাদের অর্জিত জ্ঞান ও প্রজ্ঞা বাংলাদেশের যুগোপযোগী উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোত্তমভাবে প্রয়োগ করেন।
এ ছাড়া প্রধান উপদেষ্টা বন্ধুপ্রতিম দেশের কোর্স সদস্যদেরও ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশে এ প্রশিক্ষণ গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, ধারাবাহিকভাবে তাদের এ কোর্সে অংশগ্রহণ, বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, প্রধান উপদেষ্টার সদয় উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, ‘জ্ঞানই নিরাপত্তা’ এই দর্শনকে ধারণ করে ন্যাশনাল ডিফেন্স কলেজ সামরিক ও অসামরিক পর্যায়ের জ্যেষ্ঠ ও মধ্য-স্তরের কর্মকর্তাদের রাষ্ট্রীয় নীতি প্রণয়ন, জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখার জন্য প্রস্তুত করে যাচ্ছে।
কমান্ড্যান্ট, এনডিসি ও এএফডব্লিউসি কোর্সগুলোর সফল পরিসমাপ্তিতে প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরগুলো, বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়গুলোর বিশিষ্ট শিক্ষাবিদ এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মূল্যবান সহযোগিতার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।
এবার ন্যাশনাল ডিফেন্স কোর্সে মোট ৯৬ জন কোর্স সদস্য অংশ নেন। এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন সদস্য অন্তর্ভুক্ত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ সম্পন্ন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
