অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ বিশ্ব সর্বশেষ

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দৃষ্টান্ত গড়বে

বিশ্ব জলবায়ু সম্মেলনের কপ ২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন।  জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নেতৃত্ব দেওয়া অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা।

অলোক শর্মা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ সফর করছেন। এসব দেশের সরকার, ব্যবসায়ী ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তন ইস্যুতে আলোচনা করবেন।

চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন কপ–২৬ সামনে রেখে ২-৪ জুন বাংলাদেশ সফর করে গেলেন ব্রিটিশ আইন প্রণেতা অলোক শর্মা। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ ও তরুণদের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও অলোক শর্মা সুন্দরবন পরিদর্শন করেন।

বাংলাদেশ সফর শেষে কপ-২৬ প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্ব যে চ্যালেঞ্জের সম্মুখীন, তা মোকাবিলা করতে প্রয়োজন কার্যকর বৈশ্বিক সহযোগিতা। জলবায়ুর প্রভাব মোকাবেলায় বাংলাদেশের লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কে জানতে পেরে আমার ভালো লেগেছে। আমি আনন্দিত যে বাংলাদেশের সঙ্গে আমাদের দৃঢ় ও সক্রিয় ক্লাইমেট পার্টনারশিপটি এ সফরে আরও সুদৃঢ় হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিরসন করতে বাংলাদেশে যে উদ্ভাবনমূলক কাজ দেখেছি, তাতে আমি ভীষণ অনুপ্রাণিত। একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৬ নিয়ে আমরা আশাবাদী। কপ-২৬ এর আগে আমি প্রত্যাশা করছি যে, বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নেতৃত্ব দেওয়া অব্যাহত রাখবে।’

অলোক শর্মার সফরকালে জলবায়ু সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ সম্পর্কে বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ বিবৃতি স্বাক্ষরিত হয়েছে।এই বিবৃতি দুই দেশের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য দীর্ঘমেয়াদি ‘ক্লাইমেট পার্টনারশিপ’র ভিত্তি স্থাপন করেছে।

সম্পর্কিত খবর

সাকিবের দেশে ফিরে অনুশীলন করার কোনো মানে খুঁজে পাচ্ছেন না বন্ড

Shopnamoy Pronoy

পাকিস্তানকে হারানো ‘বাংলাদেশ ক্রিকেটের সেরা মুহূর্তগুলোর একটি’ বলছেন শান্ত

gmtnews

শেষ মুহূর্তের গোলে হার এড়াল মেসিবিহীন মায়ামি

Shopnamoy Pronoy

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত