December 29, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
খেলা ফুটবল সর্বশেষ

‘ইতিহাসসেরা’ মেসিকে নিয়ে সতর্ক ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ে সুপার ক্লাসিকোয় আগামীকাল ভোর ৬টা ৩০ মিনিটে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। বিশ্বকাপের সময় থেকে উল্টো রথে ছুটছে দুই দেশের ফুটবল। আর্জেন্টিনা যেখানে সাফল্যের চূড়া ছুঁয়েছে, ব্রাজিল সেখানে পায়ের নিচে মাটি খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। দুই মেরুতে থাকা দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল কালকের ম্যাচটি খেলবে ঐতিহাসিক মারাকানায়।

চোটে পড়ার কারণে নেইমার–ভিনিসিয়ুসদের মতো তারকাদের ছাড়াই লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। সঙ্গে আছে টানা দুই ম্যাচ হারার ক্ষতও। তাই এই ম্যাচের আগে আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে নিয়ে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলেছেন ব্রাজিল তারকা রদ্রিগো। পাশাপাশি মেসিকে ইতিহাসসেরাদের একজন বলেও মন্তব্য করেছেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

সর্বশেষ উরুগুয়ে ম্যাচের আগপর্যন্ত অবিশ্বাস্য ফুটবল খেলেছে ‘আলবিসেলেস্তে’রা। এর মধ্যে বিশ্বকাপের পরই টানা ৮ ম্যাচে জিতেছে তারা। তবে ব্রাজিল ম্যাচের আগে উরুগুয়ের কাছে ২–০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। এরপরও মারাকানায় আগামীকাল ফেবারিট হিসেবেই খেলতে নামবে লিওনেল স্কালোনির দল। তবে ম্যাচে প্রতিপক্ষের কাছ থেকে সম্মানই আশা করছেন রদ্রিগো, ‘আমার মনে হয়, তারা (আর্জেন্টিনা) আমাদের সম্মান দেখাবে, আমরাও যেমন তাদের সম্মান দেখাব।’

আর ব্রাজিল-আর্জেন্টিনার এই ম্যাচেও আকর্ষণের কেন্দ্রে থাকবেন মেসি। ম্যাচে তাঁকে নিয়ে সতর্ক থাকার কথা বলেছেন রদ্রিগো। এ সময় মেসিকে ইতিহাসসেরা মনে করেন কি না, এমন প্রশ্নের উত্তরও দেন এই তরুণ ব্রাজিলিয়ান। তিনি বলেছেন, ‘সেটা অস্বীকার করা যাবে না। সে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন। তাই তাকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

এদিকে চোটাক্রান্ত নেইমারকে ছাড়া আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। দলের সেরা তারকাকে ছাড়া আর্জেন্টিনাকে হারানোর কাজটা নিশ্চিতভাবেই অনেক কঠিন হবে। যদিও বিষয়টি সেভাবে ভাবছেন না ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ।

গত সপ্তাহে তিনি বলেছিলেন, ‘নেইমারের দায়িত্ব নেওয়া নিয়ে কাউকে উদ্বিগ্ন হতে হবে না। আমাদের দারুণ একটি প্রতিভাবান প্রজন্ম আছে। অনেকেই সেই দায়িত্ব নিতে পারেন। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা তাদের ওপর চাপ তৈরি করব না। খেলোয়াড়দের নির্ভার অনুভব করতে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে।’

সম্পর্কিত খবর

বিকেলে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবে জাতীয় পার্টি

Zayed Nahin

‘প্রধানমন্ত্রী দেশের মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন’

Shopnamoy Pronoy

সাবেক যোগাযোগমন্ত্রী প্রয়াত আবুল হোসেনের বাসায় প্রধানমন্ত্রী

Zayed Nahin

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত