অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর সাফল্য

বিশ্বের সবচেয়ে প্রাচীন আন্তর্জাতিক স্কুল-স্তরের রচনা প্রতিযোগিতা ‘কুইন্স কমনওয়েলথ এসে কম্পিটিশনে’ পুরস্কার পেয়েছে বাংলাদেশি তিন শিক্ষার্থী।

কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে আবেদন করা ৫৩ হাজার ৪৩৪ জনের মধ্যে তারা নির্বাচিত হয়। পুরস্কৃত তিনজন হলো- মীর নবিদ যায়ের, আফিফা নওয়ার ও ঋতুরাজ ভৌমিক।

প্লেপেন স্কুলের শিক্ষার্থী মীর নবিদ যায়ের জুনিয়র ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। সিনিয়র ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে একই স্কুলের আফিফা নওয়ার। ঋতুরাজ ভৌমিক পড়াশোনা করে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে। সেও সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে।

আফিফা নওয়ারের ‘মি, স্টিভ অ্যান্ড সামথিং এলস্’ গল্পটি সৃজনশীল ব্যাখ্যার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। গল্পে একটি সূর্যমুখীর চোখে দেখানো হয়েছে স্মৃতিভ্রষ্ট এক মেয়ের জীবনের যাত্রা। জুনিয়র ক্যাটাগরির এ বছরের থিম ছিল— ‘আওয়ার কমনয়েলথ জার্নি’।

রয়্যাল কমনওয়েলথ সোসাইটি আয়োজিত এই প্রতিযোগিতা তরুণদের কমনওয়েলথের ৫৬ দেশের ভৌগোলিক, ঐতিহাসিক ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে লেখার সুযোগ দেয়। এ বছর ৫৪টি দেশ থেকে শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে।

১৮৮৩ সাল থেকে আয়োজিত এ প্রতিযোগিতা তরুণ লেখকদের বৈশ্বিক ইস্যু ও কমিউনিটির অভিজ্ঞতা নিয়ে ভাবতে শেখায়। বয়সভিত্তিক দুটি ক্যাটাগরিতে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ অ্যাওয়ার্ডের মাধ্যমে সেরা লেখকদের স্বীকৃতি দেওয়া হয়।

সম্পর্কিত খবর

গাজায় ইসরায়েলি হামলায় ৩৩ ত্রাণপ্রত্যাশীসহ ৭৩ ফিলিস্তিনি নিহত

gmtnews

বন্যায় সিলেটবাসীর দুর্দশা লাঘবে সরকার সবধরণের সহযোগিতা দিবে: পররাষ্ট্রমন্ত্রী

gmtnews

শেষ মুহূর্তের গোলে হার এড়াল মেসিবিহীন মায়ামি

Shopnamoy Pronoy

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত