অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ রাজনীতি সর্বশেষ

আন্দোলনের নামে বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আন্দোলনের নামে বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কারণ, তাদের নেতা তারেক রহমান একজন স্বীকৃত সন্ত্রাসী। বিএনপির সময় দেশে হিযবুত তাওহীদ, জেএমবিসহ জঙ্গি সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলা ভাই, আবদুর রহমান তাঁদেরই সৃষ্টি। তাঁরাই রাজপথে নৈরাজ্য সৃষ্টি করেছিল।

আজ সোমবার বিকেলে লক্ষ্মীপুরের রামগতিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। উপজেলার রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়। বিএনপি ও জামায়াতের সমালোচনা করে হানিফ বলেন, বিএনপি ও জামায়াত একে অপরের পরিপূরক। তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণহত্যা করেছিল। তারা এখন চাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়া যায় কি না। তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যারা শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে পারে। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহসম্পাদক এম এ মমিন পাটওয়ারী প্রমুখ।

এর আগে সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলাউদ্দিনের কবর জিয়ারত করতে যান কেন্দ্রীয় নেতারা। সেখানে তাঁরা প্রতিবাদ সভায় অংশ নেন।

 

 

সুত্রঃ প্রথম আলো।

 

 

 

সম্পর্কিত খবর

প্রথমবারের মত টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

gmtnews

প্রথমবারের মতো আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে

News Editor

একটা ইঁদুর ধরতেই রেলের খরচ ৪১ হাজার রুপি!

Hamid Ramim

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত