অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা সর্বশেষ

বিশ্বকাপে ব্যাটে-বলে ভারসাম্য চান সাকিব

আইপিএলে দলীয় সর্বোচ্চ রানের প্রথম দশটির আটটিই ২০২৪ আসরের দখলে। সদ্য শেষ হওয়া আসরে খুব বেশি সুবিধা করতে পারেনি বোলার শ্রেণি। তবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসরে এমন উইকেট আশা করছেন না সাকিব আল হাসান। ব্যাটে-বলে ভারসাম্য চান ৩৭ বর্ষী অলরাউন্ডার।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। শুক্রবার বোর্ড প্রকাশিত ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে কথা বলেছেন সাকিব।

‘আমার কাছে মনে হয় টি-টুয়েন্টি ফরম্যাট ওয়ানডেরই বর্ধিত সংস্করণ। ওভার কাটলে যেটা হতো সেটাই। অনেক রোমাঞ্চকর। দর্শকরা অনেক পছন্দ করেন। একটা জিনিসই শুধু মনে করি যে ব্যাট ও বলের যেন সমান প্রতিযোগিতা এখানে থাকে। টুর্নামেন্ট যেন একতরফা না হয়। সাধারণত বিশ্বকাপে কখনোই সেটা হয় না। আমি মনে করি এবারও একইরকম হবে।’

একজন ক্রিকেটারের নাকি সংসদ সদস্যের কাজটা কঠিন? সাকিব বলছেন, ‘আমার কাছে সংসদ সদস্যের কাজটা কঠিন, যেহেতু বিষয়টি আমার জন্য নতুন। ক্রিকেট যেহেতু ছোট থেকেই খেলে আসছি, তাই আমার কাছে অনেক স্বাচ্ছন্দ্য লাগে। তাই দুটোর মধ্যে তুলনা করলে আমার কাছে সংসদ সদস্যের বিষয়টি মনে হয় কঠিন।’

বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে বাংলাদেশের চার প্রতিদ্বন্দ্বী সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। গ্রুপপর্বে নিজেদের প্রথম দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলে পরের দুটি সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

সম্পর্কিত খবর

কসোভোয় দক্ষ মানবসম্পদ নেওয়ার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর

Zayed Nahin

সোমেশ্বরী নদী এখন বালুদস্যুদের নিয়ন্ত্রণে

Zayed Nahin

স্কুলগামী শিশুদের জন্য ফাইজারের ২ কোটি ডোজ ভ্যাকসিন সংস্থান হয়ে গেছে : স্বাস্থ্যমন্ত্রী

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত