স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত বড় রুই-কাতলারা এখনো ধরা পড়ছে না। তবে যত দ্রুত সম্ভব, তাদেরও আইনের আওতায় আনার ব্যাপারে জোর দিচ্ছে সরকার।
সোমবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমাদের আজকের এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলী ও ভবিষ্যতে কী কী ঘটতে পারে, সেসব নিয়েও আলাপ হয়েছে। তবে বৈঠকে বিশেষভাবে ‘মাদক’ ইস্যুতে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এটি বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা।
তিনি আরও বলেন, গণমাধ্যমের সংবাদের মাধ্যমেই এখন অনেক ইয়াবা চালানকারী ধরা পড়ছে। তবে যাদের ধরা পড়ানো হচ্ছে তারা মূলত পুঁটি কিংবা টেংরা শ্রেণির। কিন্তু বড় বড় ‘রুই-কাতলা’রা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। আমরা চাই, যত দ্রুত সম্ভব তাদেরও আইনের আওতায় আনা হোক।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।