27 C
Dhaka
October 31, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

ভারতের সঙ্গে ১০ চুক্তি-প্রকল্প বাতিল নিয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে ১০ চুক্তি ও প্রকল্প বাতিলের খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই ভারতের সঙ্গে চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি সেখানে ১০টি চুক্তি ও প্রকল্প বাতিলের তালিকা তুলে ধরেন। এ বিষয়ে সোমবার (২০ অক্টোবর)  সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তৌহিদ হোসেনের কাছে এ খবরের সত্যতা জানতে চাওয়া হয়। তখন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, ‘এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না’।

এদিকে সোমবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।’

তিনি ভারতের সঙ্গে চুক্তি/প্রকল্প বাতিল ও বিবেচনাধীন একটি তালিকা দিয়েছেন। সেই তালিকা অনুযায়ী:

১. ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প (বাতিল)। ২.অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ (বাতিল)। ৩. আশুগঞ্জ-আগরতলা করিডর (বাতিল)। ৪. ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প (বাতিল)। ৫. কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প (স্থগিত)। ৬. বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি (বাতিল)।

৭. ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব (বাতিল)। ৮. সিলেট-শিলচর সংযোগ প্রকল্প (বাতিল)। ৯. পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি (বাতিল)। ১০. ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা) (বাতিল)। ১১. আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি (পুনর্বিবেচনা)। ১২. গঙ্গা পানি বণ্টন চুক্তি (নবায়ন/পুনর্বিবেচনা)। ১৩. তিস্তা নদী পানি বণ্টন চুক্তি (খসড়া অবস্থায় ছিল, বাস্তবায়নের জন্য আলোচনায়)। ১৪. ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই-এর সঙ্গে টাগ বোট চুক্তি (বাতিল)।

সম্পর্কিত খবর

হামাস-ইসরাইল বন্দীবিনিময় আগামীকাল থেকে!

Hamid Ramim

শঙ্কা কমেছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন

gmtnews

মস্কোর বিরুদ্ধে ‘বড় যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত