অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

ট্রেনের যাত্রীদের গন্তব্যে নিয়ে যাচ্ছে বিআরটিসির বাস

রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনের টিকিটধারী যাত্রীদের গন্তব্যে নিয়ে যাচ্ছে বিআরটিসির বাস।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিআরটিসির ২৯টি বাস ছেড়েছে।

এর মধ্যে কমলাপুর রেলস্টেশন থেকে কিশোরগঞ্জ, খুলনা, যশোর, রংপুর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে ১১টি বাস। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে মতিঝিল, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ রুটে আটটি বাস ছেড়ে গেছে।

অন্যদিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেট, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে পাঁচটি বাস ছেড়েছে। বগুড়া ও সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে চারটি বাস খুলনা, নঁওগা, সান্তাহারের উদ্দেশে ছেড়ে গেছে। কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে একটি বাস ছেড়ে গেছে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঁইয়া।

রাজধানীর কমলাপুরে কথা হয় মো. সোহবার হোসেন নামে এক যাত্রীর সঙ্গে। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে একটি বাসে ওঠেন তিনি। এই যাত্রী বলেন, ট্রেন বাতিল হওয়ায় বাসে যাচ্ছি। বাসের জার্নি বিরক্ত লাগে বলে ট্রেনের টিকিট কেটেছিলাম। এখন বাসেই যেতে হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসের আরেক যাত্রী মো. মাসুম বলেন, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সকালে কমলাপুর এসেছিলাম। এখন এসে শুনি ট্রেন চলবে না। এখন বাসে যাচ্ছি।

রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করার কথা জানায় রেলপথ মন্ত্রণালয়।

সকালে রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা রেলওয়ের টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এসব স্থান থেকে ঢাকায় আসতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। এর অংশ হিসেবে এবার তারা কর্মবিরতিতে গেলেন।

সম্পর্কিত খবর

মন্ত্রিসভায় অটোমোবাইল শিল্প উন্নয়নে নীতিমালা অনুমোদন

News Editor

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন

Hamid Ramim

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, হাজারো ঘর ভস্মীভূত

News Editor

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত