43.5 C
Dhaka
April 26, 2024
অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

আওয়ামী লীগ নেতা টিপু হত্যার রহস্য শিগগিরই উন্মোচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নেতা টিপু হত্যার রহস্য শিগগিরই উন্মোচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকান্ডের রহস্য শিগগিরই উন্মোচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

তিনি বলেন, ‘যারাই এ খুনের ঘটনার সাথে জড়িত থাকুক, কাউকে ছাড় দেয়া হবে না। তাদেরকে খুব শিগগিরই আইনের আওতায় নিয়ে আসা হবে।’

গতকাল স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিপু ও কলেজ শিক্ষার্থী প্রীতি হত্যার রহস্য অল্প সময়ের মধ্যে  উদঘাটন করা হবে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টিপু হত্যাকান্ডের তদন্ত চলছে। এর পেছনে কারা, নাটের গুরু কারা, কারা ঘটনাটি ঘটিয়েছে, সবকিছুই খোলসা করে আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দেশবাসীকে জানানো হবে।’

আসাদুজ্জামান খান বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেফতারে পুলিশ ও র‌্যাব, দুই বাহিনীই বেশ তৎপর রয়েছে। সেইসঙ্গে তারা এ হত্যাকান্ডের বিষয়ে অধিক গুরুত্বসহ  তদন্ত করছেন, তারা বিষয়টি অনুসন্ধান করছেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কিলিং পলিটিক্যাল কি না, সেই বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। আশা করি, খুব শিগগিরই এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে পারবো।’

এসময় আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকান্ডের বিষয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এরআগে, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ স্মৃতিস্তম্ভে

প্রথমে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদও শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নেতৃবৃন্দ শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।

সম্পর্কিত খবর

কেনিয়ায় ভিসা ছাড়াই ভ্রমণ

Hamid Ramim

সমতাভিত্তিক সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

gmtnews

গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না পাওয়া নিয়ে সরকারের চিন্তার কারন নেই, বললেন ওবায়দুল কাদের

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত