অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ রাজনীতি

কর্মসূচি দেওয়ার সুযোগ দিয়েছি, তাই আবোলতাবোল বলছেন: মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘মির্জা ফখরুল একজন নির্লজ্জ মিথ্যাবাদী। সকাল-বিকাল ভাঙা রেকর্ডের মতো সব বলে যাচ্ছেন। এই দেশটাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা আপনাদের কর্মসূচি দেওয়ার সুযোগ দিয়েছি, তাই আবোলতাবোল বলছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভয় পান না। আওয়ামী লীগ বৃহৎ প্রাচীন রাজনৈতিক দল। শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপির আমলে ২৪ ঘণ্টার মধ্যে কুড়ি ঘণ্টা বিদ্যুৎ ছিল না। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ৪ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিল। বিএনপি ২০০১-২০০৬ সালে বিদ্যুৎ উৎপাদন করেছে ৩ হাজার ১৫০ মেগাওয়াট। এখন আমরা ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে লোডশেডিং কমে আসবে। এই লোডশেডিং সাময়িক।

বেলা ১১টার দিকে সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্স মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে ওই সম্মেলন শুরু হয়। ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক পার্থ সারথি দত্ত। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক হিসেবে জেলা পরিষদের সদস্য মো. আবদুর রহিমের নাম প্রস্তাব করেন মো. মুজিবুল হক। এ সময় উপস্থিত দলীয় নেতারা হাত উঁচিয়ে ওই প্রস্তাব সমর্থন করেন। গোলাম সারওয়ার ও আবদুর রহিম আগের কমিটিতেও একই পদে ছিলেন।

এদিকে আগামীকাল রোববার সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে। এতে প্রধান অতিথি থাকবেন মাহবুব উল আলম হানিফ। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সম্পর্কিত খবর

অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জবাব দেয়া হবে: ওবায়দুল কাদের

gmtnews

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে টাইগাররা

gmtnews

‘ওমিক্রন’ প্রতিরোধে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪ সুপারিশ

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত