অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা বাংলাদেশ বিনোদন বিশ্ব সর্বশেষ

কিছু একটা ঠিক নেই বাংলাদেশ দলে

বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে হেরেছে বাংলাদেশ, যার একটি নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচদের কাছে ৮৭ রানে হারের ম্যাচে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি তারা। এ ছাড়া ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান ৯-এ।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন মনে করছেন, কিছু একটা ঠিক নেই বাংলাদেশ দলে। আর নেদারল্যান্ডের বিপক্ষে এমন হার মোটেই গ্রহণযোগ্য নয়। ক্রিকবাজে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ–পূর্ব আলোচনায় এ মন্তব্য করেছেন তিনি।

বাংলাদেশ অবশ্য পয়েন্ট তালিকায় ৯-এ থেকেও ইতিবাচক দিক খুঁজতে পারে। কারণ, তালিকার ১০ নম্বরে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের ৬ ম্যাচে জয় একটিতে, সেটা আবার বাংলাদেশের বিপক্ষে।

ভন তাই মজা করে বলেছেন, ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ ভালো খেলছে। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ইংল্যান্ডের চেয়ে একটু ভালো করছে (হাসি)। বাংলাদেশ আমাকে হতাশ করেছে। দিনেশ কার্তিক আগে বলছিল, বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে সুনাম কুড়িয়েছিল, যার বেশির ভাগ অবশ্য এসেছে ঘরের মাঠের ধূলিমাখা উইকেটে সিরিজ জিতে। নেদারল্যান্ডসের বিপক্ষে হারা, ১৪২ রানে অলআউট হওয়া আসলে গ্রহণযোগ্য নয়।’

ভন এরপর যোগ করেন, ‘দলটার মধ্যে কিছু একটা ঠিক নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে তুলনামূলক ছোট লক্ষ্যে কাছাকাছি যেতে পারেনি, উইকেট একটু কঠিন ছিল। তবে নাটকীয় কিছু তো ছিল না। খেলোয়াড়েরা কি দলের জন্য খেলছে না, নাকি যে কৌশলে তারা খেলছে, সেটা কাজে লাগছে না। তারা একে অন্যের জন্য খেলছে না, এটা উদ্বেগের।’

সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। কিন্তু গতবারের সেমিফাইনালিস্ট বাংলাদেশ এবার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবে কি না, তা এখনো অনিশ্চিত। তালিকার ৯–এ থাকা বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি খেলতে হলে থাকতে হবে পয়েন্ট তালিকার আট নম্বরের মধ্যে, যেটা কঠিন হতে পারে বাংলাদেশের জন্য। এমন ছন্দহীন একটা দলের জন্য পরের তিন ম্যাচে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া কঠিন হওয়ারই কথা। ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার দিনেশ কার্তিকও বলছেন, এই লড়াই বাংলাদেশের জন্য বেশ কঠিন।

দিনেশ বলেন, ‘যে দলগুলো চ্যাম্পিয়ন ট্রফির দিকে তাকিয়ে আছে, তাদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি খেলা সবচেয়ে কঠিন হবে বাংলাদেশের জন্য। প্রথমত, তাদের সামনে কয়েকটি কঠিন ম্যাচ। দ্বিতীয়ত, তাদের ব্যাটসম্যানরা কেউ ছন্দে নেই। শান্ত (নাজমুল হোসেন) এক ইনিংস বাদ দিলে পুরো টুর্নামেন্টে ব্যর্থ, লিটনও একটা ইনিংস বাদ দিলে পুরো টুর্নামেন্টে ভালো খেলেনি। সাকিব তো পুরো টুর্নামেন্টেই ছন্দে নেই। যখন ম্যাচে কোনো আশা থাকে না, তখনই মুশফিককে ভালো মনে হয়েছে। মাহমুদউল্লাহ ভালো ফর্মে, তবে তার রান কাজে লাগেনি। তবে সেটা তার দোষ নয়।’

সম্পর্কিত খবর

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

gmtnews

গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

gmtnews

শান্তি সম্মেলনে ‘শান্তি ঘোষণা’ গ্রহণ করবে ঢাকা : মোমেন

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত