অগ্রবর্তী সময়ের ককপিট
খেলা বিশ্ব সর্বশেষ

কোপায় নেইমারকে না খেলার অনুরোধ

আসন্ন কোপা আমেরিকার আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ায় । কিন্তু পরে দুটি দেশই আয়োজকের তালিকা থেকে বাদ পড়ে করোনা মহামারী ও রাজনৈতিক অস্থিরতার কারনে। নতুন স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করার পর থেকে আলোচনা-সমালোচনা বেড়েছে অনেক।

রাজনৈতিক অস্থিরতার কারণে প্রথমে গত ২০ মে স্বাগতিক তালিকা থেকে আগেই নিজেরদের নাম প্রত্যাহার করে নেয় কলম্বিয়া। তাতে পুরো আসর হওয়ার কথা ছিল আর্জেন্টিনায়। কিন্তু ক্রমেই দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সেখানে এ আসর আয়োজন না করার সিদ্ধান্ত নেয় কনমেবল। ২৪ ঘণ্টা না যেতেই বেছে নেয় ব্রাজিলকে। কিন্তু সেখানে কোভিড-১৯ আক্রান্ত ও মৃত্যুর হার আরও বেশি।

মূলত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো টুর্নামেন্টটি আয়োজন করতে সম্মত হওয়ায় এমন সিদ্ধান্ত নেয় কনমেবল। অনেকেই এর তীব্র বিরোধিতাও করেছেন। এমনকি ব্রাজিলের তারকা খেলোয়াড় এবং সিনিয়র সিনেটর ওত্তো আলেনকার নেইমারকে এ আসরে না খেলার অনুরোধ জানিয়েছেন ।

ব্রাসিলিয়ায় সমর্থকদের ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি এবং স্বাস্থ্যমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীরাই এ সিদ্ধান্ত নিয়েছে। শুরু থেকেই আমি এ মহামারি সম্পর্কে বলেছি: মৃত্যুর জন্য আমি দুঃখিত, কিন্তু আমাদের বাঁচতে হবে।’

ব্রাজিলে করোনাভাইরাস ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এখন পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার। দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যায় লাতিন আমেরিকার সর্বোচ্চ এবং বিশ্বে দ্বিতীয়।

এই কারনে দেশের আইনজীবীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে সরকারের এ সিদ্ধান্ত। একজন সিনেটর ও সোসিয়াল ডেমোক্রেটিক পার্টির সদস্য আলেনকার নেইমারকে আসরে না খেলার অনুরোধ করেছেন, ‘নেইমার, আমি তোমাকে কিছু বলতে চাই: ব্রাজিলে এই কোপা আমেরিকা অনুষ্ঠিত হওয়ার পক্ষে তোমার একমত হওয়া উচিত নয়! এতে রাজী হবে না। এখন এই চ্যাম্পিয়নশিপ নয় যা আমাদের প্রতিযোগিতা করা দরকার, আমাদের এখন টিকা চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতা করা দরকার।’

সম্পর্কিত খবর

অবকাঠামো ও কৃষি প্রক্রিয়াজাত খাতে স্পেনের বিনিয়োগের আহবান: ডিসিসিআই

gmtnews

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে টর্নেডোর ছোবলে অন্তত ৫০ জনের প্রাণহানি

gmtnews

‘আমরা অবশ্যই নেতানিয়াহুর বিরুদ্ধে লড়ব, আমরা জিতবই’ : সন্তানের লাশ নিয়ে বাবার শপথ

Hamid Ramim

2 সকল মন্তব্য

নাম প্রকাশে অনিচ্ছুক June 2, 2021 at 11:34 am

না খেলাই উচিত

Reply
নেইমারের ক্ষিপ্রতায় টানা ষষ্ঠ জয় ব্রাজিলের - GMT News24 June 9, 2021 at 7:44 am

[…] নেইমারের ক্ষিপ্রতায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যরাগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পর শেষ মুহূর্তে লুকাস পাকুয়েতার গোলেও সহায়তা করেন তারকা নেইমার। […]

Reply

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত