অগ্রবর্তী সময়ের ককপিট
খেলা ফুটবল সর্বশেষ

ছেলেবেলার ক্লাবের জন্য হলান্ডের ‘উপহার’

আর্লিং হলান্ডের জন্ম ২০০০ সালে ইংল্যান্ডের লিডসে। ফুটবলার বাবা আলফি হলান্ড চার বছর পর ইংল্যান্ড ছেড়ে নিজের বেড়ে ওঠার শহর নরওয়ের ব্রিনায় চলে যান। হলান্ড সেখানকার ক্লাব ব্রিনা এফকের বয়সভিত্তিক দলেই খেলেছেন ১১ বছর। এরপর সুযোগ মেলে ক্লাবটির সিনিয়র দলেও। ২০১৭ সালে ব্রিনা ছেড়ে মলদে ও রেড বুল সালজবুর্গ ঘুরে তিন বছর পর (২০২০) যোগ দেন বরুসিয়া ডর্টমুন্ডে। বাকিটা ইতিহাস। হলান্ড ইতিহাস গড়তে গড়তেই এখন ম্যানচেস্টার সিটিতে। সামনে যে আরও ইতিহাস গড়বেন, তা না বললেও চলে। কিন্তু হলান্ড এই যে এতটা পথ পেরিয়ে এসেছেন, তাঁর কি কখনো শৈশবের ক্লাবটি মনে পড়ে না? ব্রিনার সেই দিনগুলো! অবশ্যই। মন পোড়ে বলেই তো ব্রিনার সমর্থকদের জন্য একটি কাজ করবেন নরওয়ে তারকা।

নরওয়ে ফুটবলের দ্বিতীয় স্তরে খেলা ব্রিনা ২০০৬ সালের পর এবার প্রথমবারের মতো দেশটি শীর্ষ লিগে ওঠার জন্য প্লে–অফ ম্যাচ খেলবে আগামী শনিবার। ম্যাচটি হবে অ্যাওয়েতে। হলান্ড এই ম্যাচে ব্রিনার সমর্থকদের যাতায়াত ভাড়া বহন করবেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৩ বছর বয়সী এ তারকা অন্তত ২০০ ব্রিনা সমর্থকের ট্রেনের ভাড়া দেবেন, যেটা সব মিলিয়ে প্রায় ১৬ হাজার ডলার। নরওয়ের টিভি চ্যানেল টিভি টুকে ব্রিনার বিপণন ব্যবস্থাপক বিয়ন হ্যাগরাদ রোকেন বলেছেন, ‘আর্থিকভাবে লোকজনের জন্য সময়টা এখন খারাপ। এ কারণে একটি ম্যাচ দেখতে যে যাতায়াত খরচ, সেটিকে প্রাধান্য দেওয়া কঠিন হয়ে উঠছে ভক্তদের জন্য। আর এ জন্য (হলান্ডের সাহায্য) আরও বেশি ভক্ত যাওয়ার সুযোগ পাবে।’

২০১৬ সালে ব্রিনার মূল দলে ঢোকার আগে ১১ বছর ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলেছেন হলান্ড। সিটিতে যোগ দেওয়ার পর গত মৌসুমে ‘ট্রেবল’ও জিতেছেন। ব্যালন ডি’অর পুরস্কারের দৌড়েও ভালো সম্ভাবনা ছিল হলান্ডের। কিন্তু লিওনেল মেসির সঙ্গে আর পেরে ওঠেননি। ২০২৪ ইউরো বাছাইয়েও নরওয়ের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন হলান্ড। তবে আগামী বছর জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ করে নিতে পারেনি নরওয়ে।

সম্পর্কিত খবর

খাদ্য সুরক্ষার উত্তম চর্চাগু‌লো ভাগ কর‌তে প্রস্তুত বাংলা‌দেশ

gmtnews

মেধাসম্পদের উন্নয়ন এসডিজি বাস্তবায়নে অবদান রাখবে: শিল্পমন্ত্রী

gmtnews

হৃদয়ের একার লড়াইয়ের পর হারলো বাংলাদেশ

Shopnamoy Pronoy

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত