বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আজ বিকেলে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (আগস্ট ৩১) প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়, বিকেল তিনটা থেকে রাত ৮টা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব মতবিনিময় অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার (আগস্ট ২৯) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা।
এ মতবিনিময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দীন আহমেদ অংশ নেন।