November 5, 2024
অগ্রবর্তী সময়ের ককপিট
খেলা ফুটবল বিনোদন বিশ্ব সর্বশেষ

ভালো খেলেই ব্রাজিলের বিপক্ষে জয় তুলে নিয়েছে উরুগুয়ে

উরুগুয়ে ২–০ ব্রাজিল

প্রথমার্ধে ৪৪ মিনিটের খেলা চলছিল। উরুগুয়ে মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াই চলছিল নেইমারের। দে লা ক্রুজের ধাক্কায় পড়ে যান ব্রাজিল ফরোয়ার্ড। ব্যথায় তাঁর মাটি চাপড়ানো দেখে শঙ্কা জেগেছিল, আবার হয়তো নতুন কোনো চোট!

মাঠেই নেইমারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুই দলের খেলোয়াড়েরাও ভিড় জমিয়েছিলেন। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন নেইমার। আর ব্রাজিলেরও মাঠের সময়টা মোটেও ভালো কাটেনি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে মন্টেভিডিওতে স্বাগতিক উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে ব্রাজিল। এর মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চসংখ্যক ম্যাচ অপরাজিত থাকার যাত্রায়ও ছেদ পড়ল ব্রাজিলের। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার পর হারল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ফার্নান্দো দিনিজের অধীন মোটেও ভালো খেলতে পারেনি ব্রাজিল। প্রথমার্ধের ৪০ মিনিট পর্যন্ত দুই দলই বাজে খেলেছে। আক্রমণে তেমন গা করেনি কেউ। অথচ এরই মধ্যে দুই দল ফাউল করেছে ১৭টি! ৪২ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর ক্রস থেকে হেডে গোল করেন উরুগুয়ে স্ট্রাইকার ডারউইন নুনিয়েজ। ম্যাচে দুই দল মিলিয়ে সেটি গোলমুখে নেওয়া প্রথম শট। এরপর তো নেইমার চোট পেয়ে মাঠ ছাড়লেন আর ব্রাজিলেরও ম্যাচে ফেরার আশা ধীরে ধীরে মিইয়ে যাচ্ছিল।

নেইমারের জায়গায় রিচার্লিসনকে নামিয়েছিলেন কোচ দিনিজ। রদ্রিগো, রিচার্লিসন ও ভিনিসিয়ুসদের আক্রমণভাগ গোল বের করতে পারেনি। রদ্রিগো ফ্রি কিক পোস্টের ওপর দিয়ে মেরেছেন। ভিনিসিয়ুস দুবার পেনাল্টির দাবি তুলে হতাশ হয়েছেন। উরুগুয়ে গোলপোস্টের সামনে ব্রাজিলের আক্রমণভাগ মোটেও ধারালো খেলা উপহার দিতে পারেনি। উল্টো ৭৭ মিনিটে নুনিয়েজের পাস থেকে উরুগুয়েকে দ্বিতীয় গোলটি এনে দেন নিকোলাস দে লা ক্রুজ। এর মধ্য দিয়ে ১৯৮৩ কোপা আমেরিকার পর গত ৪০ বছরে এই প্রথম ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ২-০ গোলে এগিয়ে যাওয়ার স্বাদ পায় উরুগুয়ে। শেষ পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেই জয় তুলে নেয় মার্সেলো বিয়েলসার দল।

মাঠে পড়ে যাওয়ার আগে নেইমার বাঁ পা’টা ঠিকমতো ফেলতে পারেননি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সূত্র মারফত রয়টার্স জানিয়েছে, নেইমার সম্ভবত বাঁ হাঁটু মচকে নিয়েছেন। লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা পরীক্ষার পর বোঝা যাবে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমার হাঁটু মচকে নিয়েছেন এবং তাতে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো ম্যাচ শেষে তাঁর চোট নিয়ে বলেছেন, ‘নেইমারের মাঠ ছেড়ে যাওয়া আমাদের জন্য বড় ধাক্কা ছিল। আশা করি যেন বড় কিছু না হয়। দৌড়ের গতি বাড়ানোর সময় এর আগেও সে এমন চোটে পড়েছে। এটা কষ্টের ব্যাপার।’

বাছাইপর্বে এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে আগের ম্যাচে তবু ড্র করায় ১ পয়েন্ট পেয়েছিল। উরুগুয়ের বিপক্ষে হারে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রইল ব্রাজিল। আগামী ১৬ নভেম্বর বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

সম্পর্কিত খবর

করোনা’র টিকা তৃতীয় ডোজ নিতে হবে?

News Editor

রাশিয়া থেকে করোনার টিকা ‘স্পুটনিক ভি’ আমদানি করবে বাংলাদেশ

News Editor

আফগানিস্তানে নবম প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান

News Editor

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত