অগ্রবর্তী সময়ের ককপিট
বিশ্ব রাজনীতি

ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে আবারো সংঘাতঃ কারন কি?

গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি পুলিশদের সাথে ফিলিস্তিনিদের চলা ছোটখাটো সংঘাত বিপজ্জনক এক লড়াইয়ে পরিণত হয়েছে গত সোমবার।

জেরুসালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের হামলায় আহত প্রায় তিনশরও বেশি ফিলিস্তিনি। এর যের ধরে গাযা ভূখণ্ড থেকে ফিলিস্তিনি গোষ্ঠী ইসরায়েল দিকে রকেট ছোঁড়া শুরু করে। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী এই আঘাতে দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরের দুটো বাড়ি বিধ্বস্ত হয়েছে। আহতের সংখ্যা ২০ জনের মত।

এর কারণ হিসেবে বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা জেরেমি বোওয়েন বলেনঃ “এবারের সংঘাতের কেন্দ্রে জেরুসালেম। রমজানের সময় পুলিশের বাড়াবাড়ি এবং আদালতের মাধ্যমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উৎখাতের বিতর্কিত একটি তৎপরতা নিয়ে শুরু হয়েছে নতুন দফার এই বিরোধ। তবে অন্য কোনো কারণেও এটি শুরু হতে পারতো।”এর কারণ হিসেবে বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা জেরেমি বোওয়েন বলেনঃ “এবারের সংঘাতের কেন্দ্রে জেরুসালেম। রমজানের সময় পুলিশের বাড়াবাড়ি এবং আদালতের মাধ্যমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উৎখাতের বিতর্কিত একটি তৎপরতা নিয়ে শুরু হয়েছে নতুন দফার এই বিরোধ। তবে অন্য কোনো কারণেও এটি শুরু হতে পারতো।”

উল্লেখ্য যে, ২০১৪ সালের পরে এই প্রথম গাযা থেকে জেরুসালেমের উদ্দেশ্যে রকেট ছোঁড়া হয়েছে।

সম্পর্কিত খবর

বিএনপির নেতৃত্বে ৩৩ দল শেখ হাসিনাকে হটাতে চায়: ওবায়দুল কাদের

gmtnews

আপনি গণতন্ত্র কাকে শিখাইতে আসছেন: পররাষ্ট্রমন্ত্রী

gmtnews

ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুন, বর-কনে সহ নিহত শতাধিক

Hamid Ramim

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত