অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

গুম-খুনের কথা বলে ফায়দা লুটতে চায় বিদেশিরা: পররাষ্ট্রমন্ত্রী

গুম-খুনের কথা বলে ফায়দা লুটতে চায় বিদেশিরা: পররাষ্ট্রমন্ত্রী

ভূ-রাজনৈতিকভাবে বাংলাদেশ ভালো অবস্থানে থাকায় অনেক দেশ সমুদ্রের প্রবেশের মাধ্যমে কিছু ফায়দা লুটতে চায়। সেজন্য মাঝেমধ্যে গুম-খুন বা মানবাধিকারের কথা বলে চাপ দিচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (৫ ফ্রেবুয়ারি) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশ আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, ‘আমরা ভূ-রাজনৈতিকভাবে একটা ভালো জায়গায় বা অবস্থানে আছি। আশেপাশে বড় বড় দেশ। আর আমাদের এখানে সমুদ্র। এটার আক্সেসের জন্য অনেকে অনেক বেশি উদ্বিগ্ন। সেজন্য আমরা এখন সবার চক্ষুশুল। সবার চোখের সামনে দাঁড়িয়ে আছি। আসল উদ্দেশ্য কিন্তু মানবাধিকার না। আসল উদ্দেশ্য গুম-খুন না। আসল উদ্দেশ্য এগুলো চাপ দিয়ে কিছু ফায়দা লুট করা।’

দেশের একটি লোকও গুম বা খুনের শিকার হোক সরকার তা চান না জানিয়ে মোমেন বলেন, ‘গুম-খুনের কথা বলা হয়, এগুলো কতটুকু সত্য আমরা ঠিক জানি না। তবে একটা লোক গুম হোক, একটা লোক খুন হোক বা বিনা বিচারে মারা যাক; আমরা চাই না। কিন্তু মাঝেমধ্যে বিভিন্ন রকম সন্ত্রাসী গ্রুপ এসব করে। এটা সব দেশেই হয়। আমাদের এখানে অন্য দেশের তুলনায় সবচেয়ে কম হয়।’

যুক্তরাষ্ট্রে প্রতি বছর লাখখানেকের মতো লোক নিখোঁজ হয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকায় প্রতি বছর হাজার খানেক লোক বিনা বিচারে মৃত্যু হয়, পুলিশ মেরে ফেলে। প্রতি বছর তাদের দেশে লাখখানেক লোক নিখোঁজ হয়। ওটা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। আমরা চাই আমাদের দেশে একটা লোকও ঝামেলায় পড়ুক। আমরা চাই না কাউকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাক, একটা লোকও না। আমরা প্রত্যেকের আইনের মাধ্যমে বিচার দিতে চাই।’

সম্পর্কিত খবর

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক নিপীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

gmtnews

মোটরসাইকেলর সিসি সীমা বেড়ে ৩৭৫

Zayed Nahin

চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রের টিজার উদ্বোধন তথ্যমন্ত্রীর

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত