34 C
Dhaka
April 26, 2024
অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ রাজনীতি সর্বশেষ

সেইফ এক্সিট’ কারা নেবে জনগণই নির্ধারণ করবে: কাদের

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘সেইফ এক্সিট (নিরাপদ প্রস্থান) চাইলে নির্বাচনে আসুন। নির্বাচনের মধ্য দিয়ে সেইফ এক্সিট কারা নিবে জনগণই তা নির্ধারণ করবে।’ শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন ওবায়দুল কাদের। ‘বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। এর আগে বিভিন্ন সময়ে বিএনপির নেতারা ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘সেইফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান) পেতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার কথা বলে আসছিলেন। এবার বিএনপির উদ্দেশ্যে সে কথা বললেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আপনাদের (বিএনপির) পিনপিনে যে আন্দোলন, যে আন্দোলনে পাবলিক সাড়া দেয় না, সেই আন্দোলনে সেইফ এক্সিট হয় না। বিএনপি আন্দোলন করে সরকারকে হটানোর যে কথা বলে আসছে, সেটাকে ‘দুঃস্বপ্ন’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘বলছেন নির্বাচন রুখে দেবেন। আমরাও প্রস্তুত আছি। দেখে নেবো কে রুখতে আসে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা প্রস্তুত হয়ে যান। সময়ে সময়ে ডাক দেওয়া হবে। বিএনপির ‘ঐক্যজোটে বিষাদের-ভাঙনের সানাই বাজছে’ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ভিপি নুরুও তো চলে গেছে। রেজা কিবরিয়াও চলে গেছে। তারাও এই জোটকে পছন্দ করছে না। আরও কতো ভেতরে ভেতরে মান অভিমান নিয়ে সরে যাচ্ছে। নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের বিষয়ে বিএনপির দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর একটি দেশও বলেনি তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। এসব বলছে বিএনপি। ১০ দফা দাবিতে শনিবার বিকেলে ঢাকার নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশের মধ্যদিয়ে বিএনপি আবার আন্দোলন কর্মসূচি শুরু করেছে। একইদিন বিকেলে আওয়ামী লীগ মিরপুরে এবং যুবলীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ করেছে। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এক সমাবেশের আয়োজন করে। ‘বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। মিরপুরে আওয়ামী লীগের সমাবেশে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে  দলীয় নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘যদি সন্ত্রাস নৈরাজ্য করতে চান, তাহলে খেলা হবে। বিএনপি একটা ফাউল করলে আমরা সাতটা ফাউল করব। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনকি সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মিরপুর-১৫ আসনের সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, ঢাকা- ১৪ আসনের সংসদ সদস্য আগা খান,  ঢাকা-১৬ আসনের সদস্য সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান প্রমুখ।

 

সম্পর্কিত খবর

দেশের বিরুদ্ধে চিঠিদাতাদের বিচার হওয়া উচিত: তথ্যমন্ত্রী

gmtnews

গাজার হাসপাতালে হামলায় নিহত বেড়ে ৫০০, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

Hamid Ramim

আ.লীগ ক্ষমতায় থাকলে জনগণ কিছু পায়: রাজশাহীতে প্রধানমন্ত্রী

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত