29 C
Dhaka
April 28, 2024
অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ বিশ্ব রাজনীতি

ডোনাল্ড লু বলে গেছেন, দেশ এগিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের

বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকার দূতাবাসে নালিশের পর নালিশ করেও কোনো লাভ হয়নি। বরং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন বলে জানিয়েছেন তিনি। দুই দিনের সফরে গত শনিবার রাতে ঢাকায় আসেন ডোনাল্ড লু। সফরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আজ রাজধানীর ভাটারা এলাকার মাদানী অ্যাভিনিউতে (১০০ ফুট সড়ক) দলীয় শান্তি সমাবেশে ডোনাল্ড লুয়ের এই সফর নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,  ‘ডোনাল্ড লু এসে বলেছেন, দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশে যথেষ্ট উন্নয়ন হয়েছে। নালিশ কার কাছে দেবেন—বিএনপির উদ্দেশে এই প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোথায় যাবেন, কার কাছে যাবেন? আশপাশের সবাই শেখ হাসিনার উন্নয়নের অংশীদার। আর বিএনপি হচ্ছে চুরি বিদ্যার জাদুকর। দেশকে দুর্নীতিতে তারা পাঁচবার চ্যাম্পিয়ন করেছিল। এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। তারেক রহমানের দণ্ড হয়েছে। তাদের আরেক নেতাও এতিমের টাকা চুরি করে খেয়েছে। গতকাল রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গতকাল রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুছবি প্রথম আলো এ প্রসঙ্গে আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর মতে, বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা না আসার খবরেও বিএনপি নেতারা অসুস্থ হয়ে থাকতে পারেন। ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা আসছে না—এমন খবরে বিএনপি নেতারা অসুস্থ হলেন কি না, হাসপাতালে গেলেন কি না, হাসপাতালে খোঁজ নিয়ে দেখতে হবে। আন্দোলন রেখে কেন তাঁরা হাসপাতালে?’ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‌্যাব ও এই বাহিনীর সাবেক–বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এবারও নিষেধাজ্ঞা আসতে পারে বলে শঙ্কায় ছিলেন অনেকে। গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্র সরকার মিয়ানমার, উত্তর কোরিয়া ও চীনসহ কয়েকটি দেশের কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়। বাংলাদেশের কেউ ওই তালিকায় না থাকায় স্বস্তির কথা জানিয়েছিলেন ওবায়দুল কাদের।

সম্পর্কিত খবর

ইসরাইলি কমান্ড কোয়ার্টারে হামলা হিজবুল্লাহর

Hamid Ramim

মহান মে দিবসে প্রধানমন্ত্রী: শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতের উপর জোর।

gmtnews

অষ্টমবার এমপি হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত