32 C
Dhaka
April 27, 2024
অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

আমার প্রথম বক্তব্য শেখ হাসিনা লিখে দিয়েছিলেন

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি বলেছেন, ‘আমাকে প্রথম মনোনয়ন দেওয়ার পর শেখ হাসিনা নিজ হাতে আমার প্রথম বক্তব্য লিখে দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন, আমি বক্তব্য পারি না।

আজ শিবচরের এই উন্নয়নের জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ তাকেই দিতে হয়। শিবচরের প্রথম উন্নয়নের জন্য তিনি সেই সময় আমাকে ৩ হাজার টন গম দিয়েছিলেন। ’

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে শিবচরের নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত ‘উন্নয়ন মেলার সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ – এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে এ আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী দরিদ্র দুই শিক্ষার্থীকে আইসিটি মন্ত্রণালয়ের ল্যাপটপ উপহার দেন চিফ হুইপ।

এ সময় তিনি বলেন,‘আমরা দেখেছি, খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় তার ছেলে (তারেক রহমান)আমাদের কি উপহার দিয়েছে? তার ছেলে আমাদের দিয়েছে ২১ শে আগস্ট উপহার! আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিয়েছে মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার। শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে এটাই পার্থক্য। ’

এসময় শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

গাজায় ২৩ দিনে ৮ হাজার নিহত

Hamid Ramim

ছয় জেলায় কালবৈশাখী ঝড়ে নিহত ১১, আহত ৩৩

gmtnews

মহান মে দিবসে প্রধানমন্ত্রী: শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতের উপর জোর।

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত