32 C
Dhaka
May 3, 2024
অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

বুধবার চীন সফরে যাচ্ছে আ.লীগের প্রতিনিধিদল

ঢাকা: আগামী সপ্তাহেই ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এর মাঝেই বুধবার (৮ নভেম্বর) চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এ সফর হতে যাচ্ছে বলে জানিয়েছে আওয়ামী লীগ।

সোমবার (৬ নভেম্বর) রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ এ কথা জানান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে প্রতিনিধি দলে দলটির আন্তর্জাতিক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ কান্তি দাস ও সুমন কুন্ডু থাকছেন বলে জানান তিনি।

শাম্মী বলেন, ‘৮ নভেম্বর বিকেল ৩টার দিকে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। সফরকারী দল সেখানে পাঁচ দিন থাকবে।

‘সাউথ এশিয়ান একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এ প্রতিনিধি দল যাচ্ছে। ’

জানা যায়, সফরকালে আওয়ামী লীগের নেতারা চীনের ক্ষমতাসীন পার্টির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয় ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে।

এর আগে গত ২২ মে ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যায়। সফর শেষে তারা ৩১ মে দেশে ফেরে। এরপর জুলাই মাসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর ১২ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে। সেখানে নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সম্পর্কিত খবর

ফিলিপাইনে ভূমিকম্পে জাপানে সুনামি

Hamid Ramim

অসলো শান্তি চুক্তির পর ফিলিস্তিন সঙ্কট কিভাবে বর্তমান পর্যায়ে এলো

Hamid Ramim

জাপান-কোরিয়া ধরনের প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্র-সৌদি আরবের!

Hamid Ramim

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত