34 C
Dhaka
May 2, 2024
অগ্রবর্তী সময়ের ককপিট
খেলা বাংলাদেশ সর্বশেষ

যদি-কিন্তু থাকবেই, শ্রীলঙ্কা ভালো খেলেই জিতেছে: সাকিব

শুরুতে বোলাররা রান দিচ্ছিলেন বেশ। এরপর শরিফুল জোড়া উইকেট নিয়ে ম্যাচে ফেরান দলকে।

পরেও উইকেট নেন পেসাররাই। যদিও শেষে সাদিরা সামারাবিক্রমা শ্রীলঙ্কাকে এনে দেন আড়াইশ ছাড়ানো পুঁজি। জবাব দিতে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেটই হারায়নি বাংলাদেশ।

 

কিন্তু পরে টপ-অর্ডারের চার ব্যাটার ফেরেন ২৮ রানের ব্যবধানে। এরপর অনেকটা একাই লড়াই করেন তাওহীদ হৃদয়। মুশফিকুর রহিম তাকে কিছুক্ষণ সঙ্গ দিয়েছিলেন, কিন্তু সেটিও কোনো কাজে আসেনি। সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৯৭ বলে ৮২ রান করেন হৃদয়। ম্যাচের পর তার প্রশংসায় করেছেন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘তাওহীদ হৃদয় খুবই ভালো ব্যাট করেছে। ও এখানে এলপিএল খেলেছে, এটা ওকে আত্মবিশ্বাস জুগিয়েছে। সে সত্যিই খুব ভালো খেলেছে। যদি আরেকটু লম্বা সময় ব্যাট করতে পারতো…কিন্তু সবসময়ই এমন যদি-কিন্তু থাকবেই। শ্রীলঙ্কা খুব ভালো খেলেছে এজন্যই তারা জিতেছে। ’

আগের তিন ম্যাচেই টস জিতে আগে ব্যাট করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে সিদ্ধান্ত বদলে ফিল্ডিং নেন সাকিব। টসের সময় কোনো কারণও জানাননি তিনি। ম্যাচের পর পেসাররা একটু বেশি রান দিয়েছেন, এমন আফসোস ছিল সাকিবের কণ্ঠে।

তিনি বলেন, ‘আমি শুরুতে ভেবেছিলাম টসটা জিতে ভালোই হলো। আমরা নির্দিষ্ট করে ভালো বোলিং করতে পারিনি। বোলারদের জন্য উইকেটে সাহায্য ছিল, কিন্তু আমরা উইকেট নিতে পারিনি। এরপরও আমরা খুব ভালোভাবে ফিরে এসেছিলাম কিন্তু সাদিরা খুব ভালো খেলেছে। ’

‘আমাদের এই লক্ষ্যটা তাড়া করতে ৮০-১০০ রানের জুটির দরকার ছিল। আমাদের টপ-অর্ডারের চার ব্যাটার যথেষ্ট রান করতে পারেনি আর আমরাও শুরুতে ভালো বল করিনি। আমাদের পেসাররা একটু বেশি রান দিয়েছে কিন্তু তারাই সবগুলো উইকেট নিয়েছে, তাই অভিযোগের জায়গা নেই। ’

সম্পর্কিত খবর

রাজধানীর একাংশে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

Hamid Ramim

টেকসই উন্নয়নে সম্পদ ব্যয় করার আহ্বান: প্রধানমন্ত্রী

gmtnews

বাংলাদেশের প্রতি সমর্থন ও ভালোবাসার জন্য প্রণব মুখার্জিকে স্মরণ করা হবে : প্রধানমন্ত্রী

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত